ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উখিয়ার গহিন অরণ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ০৫:৫৫, ২ সেপ্টেম্বর ২০১৬

উখিয়ার গহিন অরণ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ দুর্গম পাহাড়ী অঞ্চল উখিয়ার চেয়ানখালীর গভীর অরণ্যে র‌্যাব সদস্যরা অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। র‌্যাব সেখানে অভিযান চালিয়ে দশটি অস্ত্র, গোলা বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ ঘটনায় আবুল হাশেম নামে অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে। ধৃত হাশেম এলাকার বাচা মিয়ার ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমামের ডেউল সীমানার ছড়াখালের গহিন অরণ্যে অভিযান চালায়। অস্ত্রগুলো একটি বসতঘরে মজুদ করে রাখা হয়েছিল। রাত আটটায় কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কামান্ডার এএসপি শরাফত ইসলাম জানিয়েছেন, গহিন পাহাড়ের একটি ঘর থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটি অস্ত্র তৈরির কারখানা। ওখানে দশটি দেশী-বিদেশী বিভিন্ন অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। রাত নয়টায় কক্সবাজার ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি এক নলা বন্দুক, ৩টি পিস্তল, ১টি ওয়ান শাটার গান ও ৪ রাউন্ড তাজা কার্তুজ। কোম্পানি কামান্ডার এএসপি শরাফত ইসলাম জানান, আটক হাশেমকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
×