ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৮, ২ সেপ্টেম্বর ২০১৬

ঝলক

সততার পুরস্কার হাতে হাতে সততার পুরস্কার পেল থাইল্যান্ডের এক দরিদ্র লোক। ৪৪ বছর বয়সী গৃহহীন ও বেকার ওরালপ মাত্র নয় বাথ (থাই মুদ্রা) নিয়ে রাস্তায় ঘুরছিল। এ সময় একটি দামী ওয়ালেট দেখে তার চোখ আটকে যায়। ওয়ালেটটি হাতে নিয়ে খুলে দেখতেই এটির মধ্যে ২০ হাজার বাথ ও কয়েকটি ক্রেডিট কার্ড পান ওরালপ। এই অর্থে তিনি অনায়াসে কয়েক মাস চলতে পারতেন। কিন্তু না। এই অর্থ প্রকৃত মালিককে ফেরত দিতে চাইলেন ওরালপ। এগুলো নিয়ে তিনি সরাসরি পাশের থানায় ঢুকলেন। পরে থানা কর্তৃপক্ষ এই ওয়ালেটের প্রকৃত মালিক নিটি পংক্রিয়াংসকে খুঁজে বের করে। নিটি পংক্রিয়াংস পেশায় ডিজাইনার। ব্যাঙ্ককে তার একটি কারখানা রয়েছে। ওয়ালেটটি হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান নিটি। আর তৎক্ষণাত বেকার ওরালপকে তার কোম্পানিতে কাজের প্রস্তাব দেন। বেতন ১১ হাজার বাথ। শুধু কি তাই? ওরালপের থাকার জন্য একটি আলিশান ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন নিটি। নিটি বলেন, আমার ওয়ালেট হারিয়েছে বিষয়টি আমি প্রথমে বুঝতে পারিনি। যখন পুলিশ আমাকে খবর দিল এটি শোনার পর আমি তাজ্জব বনে যাই। তিনি বলেন, ওরালপের জায়গায় থাকলে হয়ত আমি এই অর্থ ফেরত দিতাম না। কিন্তু ওরালপের পকেটে সামান্য অর্থ থাকতেও আমার এসব ফেরত দিয়েছে। আমার মতে ওরালপ একজন ভাল ও সৎ মানুষ। আর তার মতো সৎ কর্মী আমার দরকার। এদিকে ভাল চাকরি ও থাকার জায়গা পেয়ে খুশি ওরালপ। তিনিও তার মালিকের এই উদারতার জন্য কৃতজ্ঞ। ইতোমধ্যে নিটির বান্ধবী তারিকা ওরালপের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। পাশাপাশি ওরালপের সততার গল্প নিয়ে থাই গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যমে বলা হয়েছে, ওরালপের মতো সৎ মানুষ পাওয়া কঠিন। ডেইলি মেট্রো ও ব্যাঙ্কক কোকোনাট অনলাইনের। বাইকে ৮০ দিনে বিশ্ব ভ্রমণ মোটরবাইকে মাত্র ৮০ দিনে বিশ্ব ভ্রমণ! এটি কল্পনা নয়, বাস্তব। নেদারল্যান্ডসের ইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি এমন এক ইলেকট্রিক মোটরসাইকেল আবিষ্কার করেছে যেটি মাত্র ৮০ দিনে সারা পৃথিবী ঘুরে আসতে সক্ষম। বিজ্ঞানীরা এই বাইকের নাম দিয়েছেন স্টর্ম ওয়েভ। গত ১৪ আগস্ট এই মোটরসাইকেলযোগে বিশ্ব ভ্রমণে বের হয়েছে একদল এ্যাডভেঞ্চার প্রিয় শিক্ষার্থী। পৃথিবী ভ্রমণ শেষে আগামী ২ নবেম্বর তাদের দেশে ফেরার কথা। ভ্রমণ দলটি বৃহস্পতিবার তুরস্ক হয়ে ইরানে প্রবেশ করেছে। এরপর দলটি ইরান থেকে তুর্কমেনিস্তান হয়ে চীনে প্রবেশ করবে। বিজ্ঞানীদের দাবি, বেশি দূরত্বের ভ্রমণের জন্য স্টর্ম ওয়েভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবরে বলা হয়েছে, এই বাইকের ব্যাটারি অত্যন্ত শক্তিশালী। একবার চার্জ দিলে এটি অনায়াসে ৩৮০ কিলোমিটার চলতে পারে। আবার এই মোটরসাইকেলটি ওজনেও হালকা পাতলা। তবে এটির দাম বিষয়ে কিছু বলা হয়নি। আবার এই বাইকটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে কিনা তাও জানা যায়নি। মোটরবাইকটি দেখার পর ইরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি কর্মশালার আয়োজন করে। এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য আরাশ আরমিনি বলেন, সত্যিই বাইকটি যদি সফলভাবে সারা পৃথিবী ঘুরে আসতে পারে তবে যোগাযোগ ব্যবস্থার জন্য দারুণ খবর হবে। -সায়েন্স ডেইলি অবলম্বনে।
×