ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বিডা

প্রকাশিত: ০৪:২০, ২ সেপ্টেম্বর ২০১৬

সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বিডা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে বিনিয়োগ বাড়াতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে নবগঠিত এ প্রতিষ্ঠান শুধু বিনিয়োগ নিবন্ধন নয়, এক ছাদের নিচে জমি ও জ্বালানির সংযোগ প্রদানসহ আনুষঙ্গিক সব সেবা দেবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি বিনিয়োগের মন্দা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদদের মতে, বিনিয়োগের প্রতিশ্রুত সুবিধা নিশ্চিত এবং প্রশাসনিক দক্ষতার ওপর নবগঠিত প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করবে। কাগজে-কলমে এতদিন বিনিয়োগ বোর্ড ওয়ান স্টপ সার্ভিস দেয়ার কথা বললেও বাস্তবে জমি, গ্যাস-বিদ্যুৎ সংযোগ ও পরিবেশ ছাড়পত্রসহ বিনিয়োগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল সেবার জন্য বিভিন্ন দফতরে ধর্ণা দিতে হতো। এসব জটিলতার কারণে কয়েক বছর ধরে ক্রমশ কমছে দেশী-বিদেশী বিনিয়োগ। একই ভাবে অনেক স্বপ্ন নিয়ে বেসরকারীকরণ কমিশন গঠন করা হলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ প্রেক্ষাপটে বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে গঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলো। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ১২ হাজার একর জমিসহ শক্তিশালী ওয়ানস্টপ সেল থাকায় বিডা বিনিয়োগে নতুন গতি আনবে। তবে যে নীতিমালা ও লক্ষ্য নিয়ে এ প্রতিষ্ঠান গঠন করা হয়েছে সেগুলো বাস্তবায়িত না হলে বিনিয়োগের মন্দা কাটবে না।
×