ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯ দিন পর সূচক বাড়ল

প্রকাশিত: ০৪:১৬, ২ সেপ্টেম্বর ২০১৬

৯ দিন পর সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কমে যাওয়ায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। দিনটিতে জ্বালানি খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা বিডি ও ডরিন পাওয়ারকে ঘিরে উভয় বাজারেই লেনদেন আবর্তিত হয়েছে। তবে দিনটিতে মৌলভিত্তির অন্যান্য কোম্পানিরই দর বেড়েছে প্রত্যাশিতভাবে। এর বিপরীতে জেড বা জাঙ্ক কোম্পানিগুলো দর হারিয়েছে বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ কোটি ১৭ লাখ টাকা কম লেনদেন। বুধবার ডিএসইতে ৪০৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ারদর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সারাদিনই উভয় বাজারের সূচক উর্ধমুখী ছিল। শেষটাও ছিল বিনিয়োগকারীদের হাসি দিয়ে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা বিডি, ডরিন পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল টিউবস, বিডি কম, বিএসআরএম লিমিটেড, আইপিডিসি, বিএসইসি ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, সাইথ ইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, এ্যাপেক্স ফুডস, ফাস ফাইন্যান্স, মোজাফফর হোসেন স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট ও ডরিন পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ডরিন পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার, মবিল যমুনা বিডি, ইউনাইটেড পাওয়ার, আইপিডিসি ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।
×