ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নিলেন জার্মান অধিনায়ক, চালিয়ে যাবেন ম্যানইউর হয়ে ক্লাব ফুটবল

ভালবাসা-কান্নায় বিদায় শোয়াইনস্টাইগারের

প্রকাশিত: ০৪:০৫, ২ সেপ্টেম্বর ২০১৬

ভালবাসা-কান্নায় বিদায় শোয়াইনস্টাইগারের

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানির বার্লিনের বরুসিয়া পার্ক স্টেডিয়াম বুধবার রাতে সেজেছিল অপরূপ সাজে। উপলক্ষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ জার্মান ফুটবল দলের অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বিদায়। জার্মানি-ফিনল্যান্ড আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়েই এক যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩২ বছর বয়সী শোয়াইনি। প্রীত ম্যাচ ছাপিয়ে সবটুকু স্পটলাইট ছিল তারকা এই মিডফিল্ডারের দিকে। মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শকও প্রিয় নেতাকে ভালোবাসা জানিয়ে বিদায় জানান। শোয়াইনস্টাইগার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন গত ২৮ জুলাই। এরপর জার্মান কোচ জোয়াকিম লো ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারকে শেষবারের মতো দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেন। মূলত আনুষ্ঠানিক বিদায় জানানোর জন্যই ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে সুযোগ দেয়া হয় শোয়াইনিকে। ম্যাচটিতে ২-০ গোলে জয়ও পায় জার্মানরা। জার্মানির জার্সি গায়ে নিজের শেষ ও ১২১ নম্বর আন্তর্জাতিক ম্যাচটিতে শোয়াইনস্টাইগার খেলেছেন প্রথম ৬৬ মিনিট। শেষ বাঁশি বাজার পর সতীর্থদের কাঁধে চড়ে মাঠ থেকে বের হন তারকা অধিনায়ক। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে শোয়াইনস্টাইগার বলেন, আমি বুঝতে পারছি এই ক্ষণটা আমার জন্য কতটা বেদনার। তোমরা সবাই সেটা দেখেছ। আমি শুধু প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছি। কিন্তু সবাই আমাকে যে এতটা অনুভব করে সেটা বুঝতে পারিনি। পুরো ম্যাচটাই ছিল শোয়াইনিময়। ম্যাচ শুরুর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি রেইনহার্ড গ্রিনডেল বিদায়ী অধিনায়ককে শুভকামনা জানিয়ে প্রশংসা করেন। এ সময় শোয়াইনিকে ফুল ও উপহার হাতে কাঁদতে দেখা যায়। আবেগজড়িত কণ্ঠে বিদায় তারকা বলেন, আমি বুঝতে পারিনি এমনটা হবে। সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য বিশেষ করে প্রেসিডেন্টকে। এটা আমার জন্য অনেক কিছু। জার্মানির পক্ষে খেলাটা আমার জন্য অনেক বড় সম্মানের। সবকিছুর জন্য আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ১২ বছরে ক্যারিয়ারে জার্মানির হয়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেন শোয়াইনস্টাইগার। জিতেছেন ২০১৪ সালের বিশ্বকাপ। এছাড়া ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়ার স্বাদ পেয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে আপসোস শুধু ইউরো ট্রফি জিততে পারেননি। ২০০৮ সালে স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল জার্মানি। এছাড়া ২০০৫ সালে ফিফা কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়া জার্মান দলের অংশীদার ছিলেন তিনি। নতুন মৌসুমে এখনও ক্লাব দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামা হয়নি শোয়াইনস্টাইগারে। দলটির কোচ জোশে মরিনহোর অধীনে তার খেলা নিয়েও নাকি সংশয় আছে! তবে রেড ডেভিলসের হয়ে খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি বলেই ইঙ্গিত দিয়েছেন বিদায়ী জার্মান তারকা। সময়টা মিশ্র কাটছিল শোয়াইনস্টাইগারের। গত জুলাইয়ে টেনিস সুন্দরী আনা ইভানোভিচকে বিয়ে করেন। তার কিছুদিন আগে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তার দেশ জার্মানি। চোটের কারণে গত কয়েক বছর ধরেই ঠিকমতো খেলতে পারছিলেন না। এসব কারণেই ত্যক্ত-বিরক্ত হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন জার্মান অধিনায়ক। অনেকেই অবশ্য বলছেন, বিয়ের পর বউকে বেশি সময় দিতেই অবসর নিয়েছেন শোয়াইনি। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। চোটই তার এ সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম অবসর নিলে শোয়াইনিকে ইউরোপের পাওয়ার হাউসদের অধিনায়ক করা হয়। কিন্তু দলনায়ক হওয়ার পর ইনজুরি তার পিছুই ছাড়ছিল না। যে কারণে ইউরোতেও ঠিকমতো মাঠে নামা হয়নি। এসব কারণেই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তুখোড় এই মিডফিল্ডার। এখন শোয়াইনস্টাইগারের প্রধান চ্যালেঞ্জ ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে ঠিকমতো মেলে ধরা। কেননা ইতোমধ্যে দলটির কোচ মরিনহো ইঙ্গিত দিয়েছেন আনফিট ফুটবলারদের তিনি কিছুতেই সুযোগ দেবেন না। বিদায়বেলায় বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ আর সতীর্থদের শুভকামনা জানিয়েছেন শোয়াইনস্টাইগার। বলেন, ২০১৪ সালের বিশ্বকাপ শিরোপা জয় আমাদের জন্য যেমন আবেগময় তেমনি ছিল ঐতিহাসিক মুহূর্ত। যেটি আমার ক্যারিয়ারে আর আশা করা যায় না। সুতরাং এখনি শেষ করার সঠিক সময়। দল যেন ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্ব অতিক্রম করতে পারে সে জন্য শুভকামনা রইল। সবশেষে আমি আমার ভক্তকুলকে শুধু এ কথাটিই বলতে চাই, আপনাদের জন্য খেলার সুযোগ পাওয়াটা ছিল আমার কাছে সম্মানের বিষয়। আপনাদের সঙ্গে জয়ের যেসব উৎসব করার অভিজ্ঞতা অর্জন করেছি সেজন্য এবং সবকিছুর জন্যই ধন্যবাদ। উল্লেখ্য, ২০০৪ সালের জুনে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছিল শোয়াইনস্টাইগারের।
×