ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফর মিস করতে নারাজ হেলস

প্রকাশিত: ০৪:০৫, ২ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ সফর মিস করতে নারাজ হেলস

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজে ঘরের মাটিতে পাকিস্তানকে পেয়েও হারাতে পারেনি ইংল্যান্ড। সম্প্রতি পাকরা ওয়ানডে ক্রিকেটে বিপর্যস্ত হয়ে পড়লেও টেস্ট ক্রিকেটে তারা এখনও দুরন্ত সেটাই প্রমাণ হয়ে গেছে। সেই পাকদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ইনিংস গড়ার রেকর্ড করল ইংলিশরা। ১৯৯৩ সালে এজবাস্টনে রবিন স্মিথ ১৬৭ রানের অপরাজিত যে ইনিংসটি খেলেছিলেন সেটাও ভেঙ্গে গেছে। ২৩ বছরের রেকর্ডটা ভেঙ্গে দিয়েছেন ইংল্যান্ডের তরুণ ওপেনার এ্যালেক্স হেলস ১৭১ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলে। পাকদের বিপক্ষে সিরিজটি শেষ হলেই ইংলিশরা আসবে বাংলাদেশ সফরে। তার আগে হেলস যেভাবে বোলারদের ত্রাস হিসেবে নিজেকে উত্থাপন করলেন তা স্বাগতিক বাংলাদেশের জন্য বড় হুমকিই হয়ে দেখা দেবে। নিরাপত্তাজনিত কারণে ইংলিশ অনেক ক্রিকেটারই এই সফরে আসা নিয়ে সংশয় আছে। তবে দুর্দান্ত শতকে ফর্মে ফেরার পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ কোনভাবেই মিস করতে চান না হেলস। এবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অন্যতম পেস স্তম্ভ, বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না। কাঁধে অস্ত্রোপচার করান বাঁহাতি মুস্তাফিজ না থাকায় বাংলাদেশের বোলিং বিভাগ বেশ সমস্যায় পড়বে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছে। যদিও ২০১৫ বিশ্বকাপে দু’দলের সর্বশেষ ওয়ানডে মোকাবেলায় বাংলাদেশ জয় পেয়েছিল মুস্তাফিজকে ছাড়াই। সেটি ছিল এডেলেইডে। এবার ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবেই মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু এখন পর্যন্ত হেলসের বিপক্ষে কোন টেস্ট বা টি২০ ম্যাচে বাংলাদেশী বোলারদের পরীক্ষা দিতে হয়নি। সফরকারী পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামে ইংল্যান্ডের পক্ষে ঐতিহাসিক ১৭১ রানের ইনিংস খেলেছেন তিনি। মারকুটে এ ওপেনার মাত্র ১২২ বলে ২২ চার ও ৪ ছক্কায় এ টর্নেডো ইনিংস খেলেন। হেলসের দাপুটে ব্যাটিংয়ের সামনে কোন বোলারই পাত্তা পায়নি। তবে বাংলাদেশের বিপক্ষে দেড় বছর আগে বিশ্বকাপের ওই একটিই ম্যাচ খেলার সুযোগ হয়েছে হেলসের। সেই ম্যাচে অবশ্য তেমন সফল হতে পারেননি। ২৭ রান করেই সাজঘরে ফিরেছিলেন। তবে জ্বলে উঠলে সবকিছু ছারখার করে দিতে সিদ্ধহস্ত সেই প্রমাণ দিয়েছেন পাকদের। দীর্ঘ ১১ মাস পর আবার ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর গত মার্চে টি২০ বিশ্বকাপে খেলা সর্বশেষ ম্যাচটির পর আবার কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে মাশরাফির দল। আছে নিষিদ্ধ হওয়া বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির খেলা নিয়েও সংশয়। কারণ, ৬ সেপ্টেম্বর ত্রুটিপূর্ণ বোলিং এ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পারলে ইংল্যান্ডের বিপক্ষেও খেলা হবে না এ দুই বোলারের। মুস্তাফিজও ইনজুরিতে। সবমিলিয়ে হেলসের মতো ভয়ানক ব্যাটসম্যানের বিপক্ষে বড় অগ্নিপরীক্ষাতেই পড়তে হবে বাংলাদেশী বোলারদের। ফর্ম নিয়ে বেশ সমস্যায় থাকা হেলস এ কারণেই বাংলাদেশ সফর মিস করতে নারাজ। নিরাপত্তার কারণে অনেক ক্রিকেটারই নিশ্চিত করছেন না আসার বিষয়ে। কিন্তু হেলস বলেন, ‘যদি বাংলাদেশে না যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করেন তাহলে দলে জায়গা হারানোর ঝুঁকি আছে। বিশেষ করে আমার। যদিও আমি এখন পর্যন্ত নিশ্চিত নই কি করতে হবে। আগামী সপ্তাহ কিংবা তার কয়েকদিন পরেই কঠিন সিদ্ধান্তটা নিতে হবে।’ বাংলাদেশ সফরে নিরাপত্তা সমস্যা নিয়ে ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান নিজেই আছেন আসার বিষয়ে দোলাচালে। তবে হেলসের মতোই এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় মুখ খোলেননি ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট ও জস বাটলাররা।
×