ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এসএম সুলতানের জন্মবার্ষিকীতে নৌকাবাইচ

প্রকাশিত: ০৩:৫৬, ২ সেপ্টেম্বর ২০১৬

এসএম সুলতানের জন্মবার্ষিকীতে নৌকাবাইচ

রিফাত-বিন-ত্বহা, নড়াইল ॥ বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের চিত্রানদীতে অনুষ্ঠিত হয়েছে এসএম সুলতান প্রাণআপ নৌকাবাইচ প্রতিযোগিতা। বৈঠারটান, ঢাকঢোলের শব্দ ও কাঁসা-পিতলের ঝংকারে চিরচেনা চিত্রার রূপ বদলে গিয়েছিল। মাঝিমাল্লাদের ‘হেইয়্যা’ ‘হেইয়্যা’ হর্ষধ্বনির আওয়াজ ছিল আরও বেশি ছন্দময়। নৌকাবাইচ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকেই নড়াইল জেলাসহ পাশর্^বর্তী জেলাসমূহের বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ চিত্রানদীর দুই পাড়ে ভিড় করেন। বিকেলে নৌকাবাইচ শুরুর আগেই চিত্রানদীর দুই পাড়, বাসাবাড়ি ও রূপগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ছাদসহ গাছে গাছে লোকে লোকারণ্য হয়ে যায়। চিত্রানদীর ফেরিঘাট এলাকা থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের ৫টি ও পুরুষদের ২২টি নৌকা অংশগ্রহণ করে। জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এবং প্রাণআপের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অশিকুর রহমান মিকু, প্রাণআপের ব্রান্ড ম্যানেজার তন্ময় দাস প্রমুখ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ সেপ্টেম্বর ॥ পৌর শহরের হলপাড়া মহল্লায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ও অগ্নিকাণ্ডে এক বাসায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা জানিয়েছেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জিন তাড়ানোর নামে ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে বৈলতলি সালেহা কমপ্লেক্সের লিল্লা বোডিংয়ের মোহাম্মদ আলী (১২) নামের এক ছাত্রকে জিন তাড়ানোর নামে শিকল পরিয়ে ১৩ দিন যাবত ব্যাপক মারপিট করা হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা থেকে পায়ে শিকল পরিহিত গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পিতা রূপসা উপজেলার আলাইপুর গ্রামের জাকির শিকদার বাদী হয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্ররা জানায়, মোহাম্মদ আলীর ওপর জিনের আছর আছে। ‘তাই নতুন হুজুর’ তাকে গত কয়েক দিন শিকলে বেঁধে রেখে জিন ছাড়ানোর চেষ্টা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ওই ছাত্রের শারীরিক অবস্থা পরিদর্শনকালে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×