ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত চার আহত ২৬

প্রকাশিত: ০৩:৫৬, ২ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত চার আহত ২৬

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার যশোর, সিলেট ও সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। যশোর ॥ মণিরামপুর উপজেলায় কাটা গাছের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের খদ্দগাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নাউলি গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক কুমারেশ বিশ্বাস (৬২) ও সদর উপজেলার মালঞ্চী গ্রামের আবদুল হামিদ (৫৫)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর থেকে মোটরসাইকেলে তিনজন ঢাকুরিয়ার দিকে যাচ্ছিলেন। সিলেট ॥ দুই বাসের সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম আলী (৪৫)। সীতাকু-, চট্টগ্রাম ॥ সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী সেইফ লাইন বাস উল্টো হারেজ ভূঁইয়া (৩২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন আরও ৬ যাত্রী। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চ্যাম্পিয়ন চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্প্রতি আয়োজিত রবি-দৃষ্টি বির্তক প্রতিযোগিতা-২০১৬ এ চ্যাম্পিয়ন হয়েছে নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল। দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় গত ১০ বছর ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে মোবাইল ফোন অপারেটর রবি। চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটির ৫৮ স্কুলের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় রানার্সআপ হয় সিলভার বেলস গার্লস হাই স্কুল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় স্কুলটির বিতার্কিক ফারদিন মুসফিরাদ জাইমা। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান। বিশেষ অতিথি ছিলেন রবির চীফ কর্পোরেট এ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদ। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলোর যুগ্মসম্পাদক বিশ্বজিত চৌধুরী, রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ, শানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। -বিজ্ঞপ্তি। প্রতিবন্ধীদের ভাতা বিতরণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ সেপ্টেম্বর ॥ কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দফতরের উদ্যোগে বৃহস্পতিবার ১ হাজার ১শ’ ৮ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী তালুকদার, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম রফিক, রংছাতি ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, বড়খাপন ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিস ও প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু । বন্যার্তদের ত্রাণ সহায়তা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলা সদরের মোগলবাসা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ’ দুস্থ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মোগলবাসা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মোত্তালেব মোল্লাহ্, মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নূরুজ্জামান বাবলু, ইএসডিও প্রতিনিধি এনামুল হক, তোফাজ্জল হোসেন, জুলফিকার ইসলাম প্রমুখ। প্রতি পরিবারে ৫ কেজি চাল, ৩ কেজি চিড়া, গুড়, স্যালাইন ও সাবান বিতরণ করা হয়।
×