ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্দর কাস্টমস কর্তৃপক্ষের বৈঠক

কার ও অকশন শেড সরিয়ে নিতে মতৈক্য

প্রকাশিত: ০৩:৫৫, ২ সেপ্টেম্বর ২০১৬

কার ও অকশন শেড সরিয়ে নিতে মতৈক্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত কার শেড ও অকশন শেড কোন কাজেই আসছে না। দুই বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত পড়ে আছে শেড দুটি। এ নিয়ে বন্দর ও কাস্টমসের মধ্যে পারস্পরিক দোষারোপ রয়েছে। নতুন এ দুটি স্থাপনা ব্যবহার হলে খালি হতো বন্দর অভ্যন্তরে প্রায় ১০ একর জায়গা। কিন্তু পরিকল্পনা অনুযায়ী ব্যবহার নিশ্চিত না হওয়ায় এর সুফল মিলছে না। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে কার ও অকশন শেড যত দ্রুত সম্ভব বন্দর অভ্যন্তর থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে প্রায় দশ একর জায়গা দখল করে আছে কার শেড ও অকশন শেড। অত্যন্ত প্রয়োজনীয় এ জায়গায় চার স্তরে অন্তত ৮ হাজার কন্টেনার রাখা সম্ভব। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বাইরে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত কার শেড ও অকশন শেড নির্মাণ করে। প্রায় দু’বছর আগে নৌপরিহনমন্ত্রী শাজাহান খান এগুলো উদ্বোধন করেন। কিন্তু আজও অলস পড়ে আছে শেডগুলো। এ ব্যাপারে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযাগ করে জানা যায়, নতুন নির্মিত শেড দুটিকে বন্ডেড এরিয়া ঘোষণা করা না হওয়ায় ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ থেকে কোন চিঠি দেয়া হয়নি বলে দোষারোপ কাস্টমসের পক্ষ থেকে। অপরদিকে, বন্দর কর্তৃপক্ষ জানায়, যথাযথ নিয়মানুযায়ী কাস্টমসকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখনও সিদ্ধান্ত আসেনি। ওকাসের নতুন কমিটি ওল্ড ক্যাডেটস এ্যাসোসিয়েশন অব সিলেটের (ওকাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. সাকিল আহম্মদ। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন আতাউল্লাহ ও কোষাধ্যক্ষ আবু ইবনে সিনা ইয়েন। ২৬ আগস্ট রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণসভায় ২০১৬-১৮ মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়। সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে ৬২৪ ক্যাডেট বার্ষিক সাধারণসভা এবং নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজর (অব) মাহমুদুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট মেজর জেনারেল শামসুল হক, মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, মেজর জেনারেল হুমায়ূন কবিরসহ অন্যান্য এক্স-ক্যাডেট।-বিজ্ঞপ্তি। সংশোধনী বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠে ‘ম্যাক্সিম গ্রুপের এমডির বিরুদ্ধে ফের মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে হবে মামলাটি হয়েছে কোম্পানির চেয়ারম্যান শহিদুল ইসলাম বারাকাতির বিরুদ্ধে।
×