ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে চুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত

প্রকাশিত: ০৩:৫৪, ২ সেপ্টেম্বর ২০১৬

বর্ণাঢ্য আয়োজনে চুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৪তম বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল- রক্তদান, বৃক্ষরোপণ, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ প্রভৃতি। এতে বিশ্বমানের শিক্ষা-গবেষণা কেন্দ্র হিসেবে পথচলার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান। সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান বলেন, শিক্ষার্থীদের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে তৈরি করার জন্য রাষ্ট্র দায়িত্ব নিয়েছে। আরও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চুয়েটকে বিশ্বমানের হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। চুয়েটের অবকাঠামোর আরও উন্নয়ন প্রয়োজন। এজন্য বিভিন্ন উদ্যোগ শুরু হয়েছে। চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সেশনজটমুক্ত, অস্থিরতামুক্ত একটি সুন্দর সুখী পরিবার হিসেবে চুয়েট এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মীর মুরতজা রেজা খান, কর্মচারী সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দীন, ছাত্রছাত্রীদের পক্ষে ইইই বিভাগের পরশ চাকমা ও এমই বিভাগের সৈয়দ ইমাম বাকের। সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ মোঃ মুরাদ হাসান ও সিএসই বিভাগের প্রভাষক ফারজানা ইয়াছমিন। মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মাটিরাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, মামলা, নির্যাতন ও ভূমি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা পরিবার। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ ভূঁইয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় মেয়ে মাছুমা আক্তার। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী জহিরুল ইসলাম, তাজুল ইসলাম ও সফিকুল ইসলামসহ একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটা জবরদখলের চেষ্টা করে আসছে।
×