ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবিরোধী বিক্ষোভ, মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবিরোধী বিক্ষোভ, মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে কওমি মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন। এতে জঙ্গীবাদের বিরুদ্ধে সেøাগান ও প্ল্যাকার্ড বহন করেন অংশগ্রহণকারীরা। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় জেলা ও ঢাকা দক্ষিণাঞ্চল কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের আয়োজনে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ সেøাগানে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ মানববন্ধনে জেলার প্রায় সকল কওমি মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। জেলা কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও মধুপুরের পীর সাহেব মাওলানা আ. হামিদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল্লাহ, মুফতি জয়নাল আবেদীন, মুফতি রুহুল আমীন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল গাফ্ফার, মাওলানা দেলোয়ার হোসেন, শেখ বোরহান প্রমুখ। সাতক্ষীরা ॥ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার কওমি মাদ্রাসাসমূহ। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাও. মনিরুল হকের সভাপতিত্বে মানাববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাতক্ষীরা জেলা সহসভাপতি মুফতি রবিউল ইসলাম, মুফতি সাদেকুল ইসলাম, মুফতি সাইফুল্লাহ রহমান, মুফতি সাইফুল্লাহ প্রমুখ । মানিকগঞ্জ ॥ মানববন্ধন করেছে কওমি মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা । বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সন্ত্রাসবিরোধী নানা সেøাগানসহ প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড মানিকগঞ্জ শাখার সভাপতি মাওলানা ফকরুদ্দিন,আবুহুরাইরা মাদ্রাসার প্রিন্সিপাল শওকাতুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইসলাম হোসেন, মাওলানা আরিফ হোসেন। রাজবাড়ী ॥ মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ, হাফেজ মাওলানা মোবারক হুসাইন, মাওলানা সাদেকুর রহমান, ক্বারী আবু ইউসুফ, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল গফফার, মাওলানা আব্দুল্লাহ মুসা, মাওলানা মাসুম বিল্লাহ এবং মাওলানা কামরুল ইসলাম। নেত্রকোনা ॥ জামে মসজিদের (বড় মসজিদ) সামনের সড়কে সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা তাহের কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল বারী, ক্কারী আব্দুর রাকিব, মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া ॥ প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আশেকে এলাহী ইব্রাহিমী, মাওলানা সাজিদুর রহমান, নোমান আল হাবিবী, মারুফ কাসেমী, আল-মামুন সরকার, আব্দুল মান্নান, আব্দুল হাই, মাও. বোরহান উদ্দিন আল মতিন, মাও. ইদ্রিস, এনামুল হাসান, ইউসুফ ভূইয়া, লুৎফুর রহমান প্রমুখ। মাগুরা ॥ শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন । তাদের হাতে ছিল ব্যানার । তারা বলেন, ইসলামে জঙ্গীবাদ হারাম । ইসলাম ধর্মে জঙ্গীবাদের কোন স্থান নেই । মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সাধারণ সম্পাদক জাবের বিন মহসীন প্রমুখ। ফরিদপুর ॥ ফরিদপুর মানববন্ধন ও দোয়া কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী পালিত হয়। বক্তব্য দেন মুফতি মুনসুর আহমেদ, মাওলানা আব্দুল কাইউম, মুফতি জাফর আহমেদ, মাওলানা আব্দুস সাত্তার, খবীর আহমেদ প্রমুখ। ঠাকুরগাঁও ॥ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত কওমি উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিল উল্লাহ, সহসভাপতি মাওলানা ইয়াসিন আলী, মাওলানা খলিলুর রহমান, হাফেজ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক, জামাল উদ্দিন প্রমুখ। গাইবান্ধা ॥ প্রেসক্লাব সংলগ্ন স্টেশন রোড সড়কে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সচেতন ওষুধ ব্যবসায়ী পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। জেলার সাত উপজেলার ২শ’ ওষুধের দোকানের মালিক এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, সচেতন ওষুধ ব্যবসায়ী পরিষদের তাজুল ইসলাম তাজু, শরিফুল কবির রনি ম-ল, শাহজাহান বাবু, মোঃ সাপেল মাহমুদ, সাদুল্যাপুর সচেতন ওষুধ ব্যবসায়ী পরিষদের ডাঃ জাকির হোসেন আঙ্গুর, হরেকৃষ্ণ সাহা প্রমুখ। রংপুর ॥ মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখা। বৃহস্পতিবার নগরীর কাচারি বাজারে মানববন্ধনে বক্তব্য দেন, পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর অঞ্চলের ট্রাস্টি এ্যাডভোকেট রথীস চন্দ্র ভৌমিক বাবু সোনা, সহসভাপতি মুক্তিযোদ্ধা নিপেন্দ্র নাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রংপুরের সদস্য শ্রী সুধাংশ, স্বপন কুমার, আওয়ামী লীগের মহিলা নেত্রী এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, পীরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবেস চন্দ্র প্রমুখ।
×