ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীর বেহাল তিন সড়ক, দুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৩:৫০, ২ সেপ্টেম্বর ২০১৬

রাঙ্গাবালীর বেহাল তিন সড়ক, দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগের প্রধান তিনটি সড়কের বেহাল দশা। এ সড়ক তিনটি দীর্ঘদিনেও কোন ধরনের সংস্কার হয়নি। চলতি বর্ষা মৌসুমে সড়কগুলোর অধিকাংশ জায়গা ধানক্ষেতের মতো হাঁটুকাদায় পরিণত হয়েছে। যানবাহন দূরের কথা, মানুষ পর্যন্ত যাতায়াত করতে পারছে না। কাদাপানিতে লোকজনকে একাকার হতে হচ্ছে। সড়কগুলোর বেহাল দশায় প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলা পরিষদ থেকে দক্ষিণে বাহেরচর-গ-াদুলা-নেতা-পুলঘাট পর্যন্ত তিন হাজার ৬শ’ মিটার দীর্ঘ সড়কটি ২১ বছর ধরে সংস্কার হচ্ছে না। একইভাবে উনিশ নম্বর থেকে পুলঘাট পর্যন্ত দেড় হাজার মিটার এবং গঙ্গীপাড়া থেকে সামুদাফত পর্যন্ত আড়াই হাজার মিটার কাঁচা সড়ক ২০ বছরেও সংস্কার হয়নি। এছাড়া, উপজেলা পরিষদ সংলগ্ন বাহেরচর বন্দরের অভ্যন্তরের ৫শ’ মিটার সড়কও দু’ দশকের বেশি সময় ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদ থেকে দক্ষিণে বাহেরচর-গ-াদুলা-নেতা-পুলঘাট পর্যন্ত ইট বিছানো সড়কটির কোথাও আর ইট অবশিষ্ট নেই। ইট বিছানোর পর তা পাকা না হওয়ায় ইটগুলো গায়েব হয়ে গেছে। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। উনিশ নম্বর থেকে পুলঘাট পর্যন্ত সড়কটিও ইট বিছানো ছিল। এটিরও একই অবস্থা হয়েছে। গঙ্গীপাড়া থেকে সামুদাফত পর্যান্ত কাঁচা সড়কটির অবস্থাও বেহাল। বাহেরচর বন্দরের সড়কটির সিমেন্টের ঢালাই উঠে গেছে। কাদা-পানিতে একাকার হয়ে এসব সড়ক দিয়েই চলাচলের চেষ্টা করছেন পথচারীরা। কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, রাঙ্গাবালীকে উপজেলা ঘোষণা করার পর বিভিন্ন কাজের জন্য এলাকাবাসীকে উপজেলা পরিষদে আসতে হচ্ছে। কিন্তু উপজেলা পরিষদে যাওয়ার সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল করার মতো অবস্থা নেই। এ কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আরও কয়েকজন এলাকাবাসী একই ভাবে তাদের নিত্যদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরে জানান, সরকারী কর্মকর্তাদের চোখের সামনে সড়কগুলো এভাবে বছরের পর বছর বেহাল দশায় পড়ে থাকলেও এগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে না। এ বিষয়ে রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান খান মামুন জানান, উপজেলা সদরের সঙ্গে সংযুক্ত তিনটি সড়কেরই বেহাল অবস্থা। এলাকাবাসীর স্বার্থে সড়কগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান হয়েছে। উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মাদ মোল্লা জানান, উপজেলার প্রধান সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে। শুকনো মৌসুমে তরমুজবাহী ভারি গাড়ি চলাচল করার কারণে সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানান হবে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া পেলে এগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
×