ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, বৃষ্টি বাড়তে পারে

প্রকাশিত: ০৮:৫০, ১ সেপ্টেম্বর ২০১৬

সেপ্টেম্বরে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, বৃষ্টি বাড়তে পারে

স্টাফ রিপোর্টার ॥ আগামী দু’দিনের মধ্যে দেশে বৃষ্টি বাড়তে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বুধবারও দেশের অনেক জেলায় বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কমেছে। সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে, থাকতে পারে স্বাভাবিক বৃষ্টি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে অক্টোবরের প্রথম সপ্তাহে, তবে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়। আবহাওয়া অধিদফতর জানায়, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকায় ২৭৭, ময়মনসিংহে ৩৩৫, চট্টগ্রামে ৩১৭, সিলেটে ৪০৭, রাজশাহীতে ২৯৬, রংপুরে ৪০৮, খুলনায় ২৭৬ ও বরিশালে ৩১৬ মিলিমিটার থাকার সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সূত্রমতে, বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে ১৭০ মিমি রেকর্ড হয়। এছাড়া ময়মনসিংহে ৯, চট্টগ্রামে ৯, সীতাকু-ে ৪০, রাঙ্গামাটিতে ১০, চাঁদপুরে ৯, মাইজদীকোর্টে ১৯, ফেনীতে ২৭, হাতিয়ায় ৫১, কক্সবাজারে ২৩, কুতুবদিয়ায় ৯, টেকনাফে ৮৪, শ্রীমঙ্গলে ১১, রাজশাহীতে ৫, ঈশ্বরদীতে ৯, বদলগাছীতে ১৩, রংপুরে ৩৮, দিনাজপুরে ৫৮, সৈয়দপুরে ১৪, রাজারহাটে ২৭, তেঁতুলিয়ায় ৪২, সাতক্ষীরায় ১১ ও পটুয়াখালীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
×