ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরির ঢাকা সফর

মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কথা হয়েছে ॥ মার্কিন মুখপাত্র

প্রকাশিত: ০৮:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৬

মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কথা হয়েছে ॥ মার্কিন মুখপাত্র

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিতে আরও অগ্রগতির প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। গত সোমবার ঢাকা সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুক্তরাষ্ট্রের এই প্রত্যাশার বিষয় স্পষ্টভাবে তুলে ধরেছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র জন কিরবি। ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর নিয়ে জানতে চান একজন সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইসহ অনেক ক্ষেত্রে এখনও মার্কিন সাহায্য প্রয়োজন বাংলাদেশের। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে বড় ধরনের কোন আলোচনা বা ঘোষণা এসেছে কি? জবাবে জন কিরবি বলেন, কেরির ঢাকা সফর নিয়ে ডেপুটি মুখপাত্র মার্ক টোনারের বিবৃতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে। তারপরও আমি বলতে চাই, ঢাকা সফরে কেরি সন্ত্রাসবিরোধী লড়াই ও জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছেন। একইসঙ্গে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অগ্রগতি নিয়েও কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিষয় পরিষ্কার করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এসব ক্ষেত্রে অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
×