ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুল্ক গোয়েন্দা অফিসের সামনে মার্সিডিজ গাড়ি ফেলে গেছেন এক ব্যবসায়ী

প্রকাশিত: ০৮:৩৭, ১ সেপ্টেম্বর ২০১৬

শুল্ক গোয়েন্দা অফিসের সামনে মার্সিডিজ গাড়ি ফেলে গেছেন এক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার ॥ সাঁড়াশি অভিযানের মুখে তিন কোটি টাকার একটি মার্সিডিজ গাড়ি শুল্ক গোয়েন্দা অফিসের সামনে ফেলে গেছেন এক ব্যবসায়ী। সেটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। মঙ্গলবার গভীর রাতে শুল্ক গোয়েন্দার কাকরাইলের অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। শুল্ক গোয়েন্দার সদস্যরা গাড়ি খুলে এর ভেতর একটি খোলা চিঠি দেখতে পান। তাতে লেখা রয়েছে- ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার দখলে থাকা গাড়িটি শুল্ক গোয়েন্দার সদর দফতরে জমা প্রদান করি। আমি এই গাড়িটি জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে, আমার মতো অন্যরাও যেন অনুুরূপভাবে অবৈধ গাড়ি জমা প্রদান করেন।’ তিনি শুল্ক গোয়েন্দার চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ডক্টর মইনুল খান জনকণ্ঠকে বলেন, গাড়িটি দুই দরজার লাল রঙের এসএলকে ২৩০ মডেলের মার্সিডিজ বেঞ্জ। ধারণা করা হচ্ছে, গাড়িটি কারনেটের আওতায় দেশে আনা হয়েছিল। শর্ত অনুযায়ী বিদেশে ফেরত নেয়ার কথা থাকলেও শর্ত ভঙ্গ করে কারনেটের সুবিধার অপব্যবহার করে দেশে চালানো হয়েছিল।
×