ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ লাখ টাকা জরিমানা

নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরি ॥ প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশিত: ০৮:২৩, ১ সেপ্টেম্বর ২০১৬

নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরি ॥ প্রতিষ্ঠান সিলগালা

স্টাফ রিপোর্টার ॥ নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে চকবাজার থানাধীন ইসলামবাগের একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠানটি সিলগালা করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ আদেশ দেন। ইসলামবাগের দুই ভাই ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে এ অভিযান দেখা যায়, লাইসেন্স ছাড়াই চানাচুর, চিপ্্স ও সফ্্ট ড্রিংক পাউডার উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। শিশুখাদ্য তৈরিতে ফুড গ্রেড রংয়ের পরিবর্তে ব্যবহার করা হয় কাপড়ের রং। এতে মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। এ বিষয়ে মালিক জামাল হোসেন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এক পর্যায়ে দেখা যায়, একই ফ্লোরের শৌচাগারে রাখা হয়েছে খাদ্য সামগ্রী উৎপাদনের বিভিন্ন কাঁচামাল এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী- যা নতুন মোড়ক লাগিয়ে ব্যবহার করা হয়।
×