ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৫ মিলিয়ন ডলার ফেরত আনতে শীঘ্রই শুনানি আশা করছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৮:২১, ১ সেপ্টেম্বর ২০১৬

 ১৫ মিলিয়ন ডলার ফেরত আনতে শীঘ্রই শুনানি আশা করছে বাংলাদেশ ব্যাংক

চুরি হওয়া রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার ফিলিপিন্স থেকে ফেরত আনতে শীঘ্রই একটি শুনানি আশা করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বাসসকে বলেন, ১৫ মিলিয়ন ডলার ফেরত আনার লক্ষ্যে আইনী বিষয়াদি সম্পন্নের জন্য গত ২৬ আগস্ট ফিলিপিন্সের বিচার বিভাগ বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে মিউচুয়াল লিগ্যাল এ্যাসিস্ট্যান্সের (এমএলএ) আওতায় এ বিষয়ে আবেদন করে। তিনি বলেন, প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে শীঘ্রই আমরা একটি শুনানির তারিখের জন্য অপেক্ষা করছি। এর আগে, হ্যাক হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে আদালতে নির্দিষ্ট সময়ে ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে আবেদন দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্সের সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে ফিলিপিন্সের বিচার বিভাগ এবং এ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি, এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করছে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস।
×