ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

প্রকাশিত: ০৭:৫৯, ১ সেপ্টেম্বর ২০১৬

ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

স্টাফ রিপোর্টর ॥ পবিত্র ঈদ-উল-আযহা ও জিলহজ মাসের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা পৌণে সাতটায় চাঁদ দেখা কমিটি সভা হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে পবিত্র ঈদ-উল-আযহা হবে ১২ সেপ্টেম্বর সোমবার। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে শনিবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। রবিরার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। এ ক্ষেত্রে পবিত্র ঈদ-উল-আযহা হবে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার। বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদ-উল-আযহা হওয়ার সম্ভাবনা বেশি। চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর তিনটা ৩ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। সন্ধ্যা ছয়টা ১৬ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১ ডিগ্রী নিচে ২৭৮ ডিগ্রী দিগংশে অবস্থান করবে। এ সময় চাঁদটির কোন অংশ দেখা যাবে না। এটি আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৮ ডিগ্রী উপরে ২৭০ ডিগ্রী দিগংশে অবস্থান করবে। প্রায় ৩৯ মিনিট দেশের আকাশে অবস্থান করে ছয়টা ৫৫ মিনিটে ২৭৪ ডিগ্রী দিগংশে অস্ত যাবে। এদিন চাঁদের মাত্র ১% অংশ আলোকিত থাকবে। তবে আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ২৭ ঘণ্টা ১২ মিনিট। সবচেয়ে ভালভাবে দেখা যাবে সন্ধ্যা ছয়টা ৩৩ মিনিটে। তাদের এ হিসাব অনুযায়ী আগামীকাল নতুন চাঁদ দেখা সাপেক্ষে শনিবার থেকেই গণনা করা হবে আরবী জিলহজ মাস। এ হিসাবে আগামী ১২ সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে। ইসলামী চিন্তাবিদদের মতে, জিলহজ মাসে ১০ ১১ ১২ তারিখে যেকোন দিন ঈদ-উল-আযহা পালিত হতে পারে। এদিকে ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ জানিয়েছে।
×