ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস ওপেনের দ্বিতীয় পর্বে মারে

প্রকাশিত: ০৬:৫৭, ১ সেপ্টেম্বর ২০১৬

ইউএস ওপেনের দ্বিতীয় পর্বে মারে

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছেন এ্যান্ডি মারে। উইম্বলডনের পর রিও অলিম্পিকেও স্বর্ণপদক ধরে রেখেছেন তিনি। টেনিস ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই অলিম্পিকে স্বর্ণপদক জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন তিনি। এবার ইউএস ওপেনেও জয় দিয়ে যাত্রা শুরু করেছেন ব্রিটিশ তারকা মারে। দারুণ আত্মবিশ্বাসী মারে চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলকে সহজেই ৬-৩, ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক বছরে চার গ্র্যান্ডসøামের ফাইনালে খেলার হাতছানি এখন এ্যান্ডি মারের সামনে। গত কয়েক মৌসুম ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মারে। বছরের প্রথম দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে না পারলেও উইম্বলডনে ঠিকই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন রিও অলিম্পিকেও। ক্রীড়াজগতের মহাযজ্ঞ রিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ের পর ইউএস ওপেনে ফেবারিট হিসেবেই কোর্টে নামেন তিনি। তবে নিউইয়র্কের এই টুর্নামেন্টে মারের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন নোভাক জোকোভিচ। প্রথম দিনেই জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি।
×