ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোচ টিটুর পদত্যাগ

প্রকাশিত: ০৬:৫৬, ১ সেপ্টেম্বর ২০১৬

কোচ টিটুর পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বেতনভুক্ত কোচিং প্যানেল থেকে পদত্যাগ করেছেন সাইফুল বারী টিটু। বাফুফের কোচ হয়েও ছুটি নিয়ে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আরামবাগ ক্রীড়া সংঘের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লীগে শেষ হয়েছে ছয় রাউন্ডের খেলা। বাকি আছে আরও ১৬ রাউন্ড। তাই ক্লাব কোচিংই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কখনও জাতীয় দলের প্রধান কোচ বা কখনও সহকারী কোচের দায়িত্ব পালন করা টিটু। এরই মধ্যে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে টিটু বলেন, ‘আসলে আমি এখন ক্লাবেই বেশি মনোযোগ দিতে চাই। একসঙ্গে দুটি কাজ পালন করা সম্ভব নয়। তাই বাফুফের চাকরি ছেড়ে দিয়েছি।’ ওয়ালটন উন্মুক্ত টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ৩-৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ওয়ালটন উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা’র প্রথম আসর। প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক একক অ ১৮, ১৪, ১২, ১০, ৮; বালিকা একক অ ১৮, ১৪, ১২, ১০, ৮ ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ইভেন্টে মোট এক লাখ আটচল্লিশ হাজার টাকা প্রাইজমানি হিসেবে দেয়া হবে। টুর্নামেন্ট উপলক্ষে বুধবার টেনিস ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর লুৎফর রহমান ছান্টু। চাইনিজ তাইপে ও ইরানের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ চলমান এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (‘সি’ গ্রুপ) বুধবারের প্রথম দুটি ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়েছে চাইনিজ তাইপে এবং ইরান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারায় আসরের অন্যতম শক্তিশালী দল চাইনিজ তাইপে। দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ইরান ৫-০ গোলে বিধ্বস্ত করে সংযুক্ত আরব আমিরাতকে। ডায়মন্ড লীগে টম্পসন স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে ঝড় তুলেছেন এ্যালাইন টম্পসন। ১০০ মিটার জয়ের পর ২০০ মিটারেও স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়ে গোটা বিশ্বকেই চমকে দেন তিনি। জুরিখের এই ২০০ মিটার ইভেন্টে টম্পসনের সঙ্গে লড়াইয়ে থাকছেন বিশ্বচ্যাম্পিয়ন এবং অলিম্পিকের রৌপ্যজয়ী ড্যাফনে শিপার্স, লন্ডন অলিম্পিকে ২০০ মিটারে স্বর্ণজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের এলিসন ফেলিক্স।
×