ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার হার ৬ উইকেটে

ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৬:৫৫, ১ সেপ্টেম্বর ২০১৬

ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অতিথি অস্ট্রেলিয়া। বুধবার রাতে শ্রীলঙ্কার রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২১২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২১৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে (২১৭ রান) অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এটি অসিদের তৃতীয় জয়। শ্রীলঙ্কা জিতেছে মাত্র একটি ম্যাচ আর বাকি আছে একটি ম্যাচ। কিন্তু শেষ ম্যাচের আগেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ডেভিড ওয়ার্নারের দল। টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান দলপতি এ্যাঞ্জোলা ম্যাথুস। ওপেনার ধনঞ্জয় দ্য সিলভা একপ্রান্তে দুর্দান্ত ব্যাট করলেও অন্যরা ছিলেন ফ্লপ। যে কারণে রানের চাকা সচল হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। সিলভার ৭৬ ও অধিনায়ক ম্যাথুসের ৪০ রানে ভর করে শ্রীলঙ্কা জড়ো করে ২১২ রান। অস্ট্রেলিয়ার জন হাস্টিংস একই দখল করেন ৬ উইকেট। দারুণ নৈপুণ্যে ম্যাচসেরাও হন এই অসি পেসার। ২১৩ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও এ্যারন ফিঞ্চ তা-ব চালাতে থাকেন লঙ্কান বোলাদের ওপর। দলীয় ৭৪ রানে দুই ওপেনারই বিদায় নিলেও অস্ট্রেলিয়ার হাল ধরেন জর্জ বেইলি। হার না মানা ৯০ রানের ইনিংস খেলে ১৯ ওভার আগেই দলের জয় নিশ্চিত করেন বেইলি। ফিঞ্চ মাত্র ১৯ বলে করেন ৫৫ রান। এই রান করার পথে রেকর্ড গড়েন তিনি। দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল ফিঞ্চের। সেটা না হলেও অস্ট্রেলিয়ার দ্রুততম অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেছেন ঠিকই। ১৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। ফলে স্পর্শ করেছেন দেশের হয়ে সাইমন ও’ডনেল ও গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড। ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই শারজায় ১৮ বলে অর্ধশতক করেছিলেন ও’ডনেল। ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে সমান বলে অর্ধশতক ছুঁয়েছিলেন ম্যাক্সওয়েল।একপর্যায়ে ১৫ বলে ৪৯ রান করেন ফিঞ্চ। ফলে বিশ্বরেকর্ড হাতছানি দিচ্ছিল। ১৬ বলে অর্ধশতক করে বিশ্বরেকর্ডটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। পরের দুই বল থেকে রান করতে ব্যর্থ হন তিনি। যে কারণে দু’টি রেকর্ডই এককভাবে নিজের দখলে নেয়ার সুযোগ হাতছাড়া হয়। ফিঞ্চের বিস্ফোরক ইনিংসটি ৮ চার ও ৩ ছক্কায় সাজানো। স্কোর ॥ শ্রীলঙ্কা ২১২/১০; ৫০ ওভার (ধনঞ্জয় সিলভা ৭৬, ম্যাথুস ৪০; হাস্টিংস ৬/৪৫) অস্ট্রেলিয়া ২১৭/৪; ৩১ ওভার (বেইলি অপরাজিত ৯০, ফিঞ্চ ৫৫, পাত্থিরানা ৩/৩৭) ফল ॥ অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ হাস্টিংস (অস্ট্রেলিয়া) সিরিজ ॥ ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
×