ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালদ্বীপ-বাংলাদেশ মুখোমুখি আজ, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে অফ প্রস্তুতি ম্যাচ

মালদ্বীপের বিপক্ষে ভাল খেলতে আশাবাদী কোচ টম

প্রকাশিত: ০৬:৫৩, ১ সেপ্টেম্বর ২০১৬

মালদ্বীপের বিপক্ষে ভাল খেলতে আশাবাদী কোচ টম

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ-২’ পর্বে আগামী ৬ সেপ্টেম্বর নিজেদের মাটিতে ভুটানকে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচের পূর্ব প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের সঙ্গে একটি ‘এ্যাওয়ে’ প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। খেলাটি অনুষ্ঠিত হবে মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়ামে (রাসমি ধান্ধু স্টেডিয়াম)। ম্যাচের আগে বুধবার বাংলাদেশ দল শেষবারের মতো ঘাম ঝরায় অনুশীলনে। বাফুফে সূত্রে জানা গেছে, দলের সব খেলোয়াড়ই সুস্থ ও ফিট আছে। আগের রাতে শহরে বিরামহীন বৃষ্টি হয়েছে। এজন্য দলের অনুশীলনের সময়ও পাল্টে যায় বাংলাদেশ দলের। ইতোমধ্যেই যে ভেন্যুতে খেলা হবে, তা পরিদর্শন করেছে বাংলাদেশ দল। দলের শৃঙ্খলার ওপর কড়া নজর রেখেছেন কোচ সেইন্টফিট। মালদ্বীপে প্রচুর বাংলাদেশী বাস করেন। তাদের মধ্যে সাড়া পড়ে গেছে এই ম্যাচ নিয়ে। ম্যাচটি দেখতে মুখিয়ে আছেন তারা। এ নিয়ে তারা বেশ রোমাঞ্চিত। এ লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। খেলা শেষে আগামী ৩ সেপ্টেম্বর সকালে ঢাকায় ফিরবে দল। ওদিকে বেলজিয়াম থেকে সরাসরি মালদ্বীপে গিয়ে দলের সঙ্গে যোগ দেন বাংলাদেশ দলের হেড কোচ বেলজিয়ামের টম সেইন্টফিট। চোটের জন্য মালদ্বীপগামী দলে ঠাঁই হয়নি এ্যাটাকিং মিডফিল্ডার মামুনুল ইসলামের। কয়েকদিন আগে অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পান তিনি। মামুনুল ছাড়াও আরও বাদ পড়েছেন মাকসুদুর, নেহাল, মিশু, মনসুর, ফাহাদ, জুয়েল, রুমন, সজীব, মেহেদী ও নয়ন। এ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ১১ বার মালদ্বীপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয়ের পাল্লা ভারি বাংলাদেশেরই। তারা জিতেছে ৪ ম্যাচে। আর হেরেছে ৩ ম্যাচে। বাকি ৪ ম্যাচ ড্র হয়। সাফ ফুটবলে ১ বার এবং সাফ গেমস ফুটবলে বাংলাদেশ জিতেছে ৩ বার। বাংলাদেশের সবচেয়ে বড় জয় ৮-০ গোলে, সাফ গেমস ফুটবলের গ্রুপ পর্বে, ২৩ ডিসেম্বর, ১৯৮৫ সালে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ মোকাবেলায় বাংলাদেশ হারে ১-৩ গোলে, সাফ সুজুকি কাপের গ্রুপ পর্বে, ২৬ ডিসেম্বর, ২০১৫ সালে, ভারতের কেরলে ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে। দুই দলের মোকাবেলায় বাংলাদেশ মোট গোল করেছে ২০, হজম করেছে ১১। ‘এখানে বেশ বৃষ্টি হচ্ছে। বলতে গেলে থামছেই না। এজন্য আমরা মূল ভেন্যুতে গিয়ে অনুশীলন করার অনুমতি পাইনি। ফলে আমাদের বিকল্প আরেকটি ভেন্যুতে গিয়ে অনুশীলন করতে হয়েছে। তাও স্বল্প সময়ের জন্য (ঘণ্টা খানেক)। যে কদিন দলের সঙ্গে ছিলাম না, সে কদিন দল টেকনিক্যাল ট্রেনিং নিয়েছে অন্য সব কোচদের কাছ থেকে। বাংলাদেশের কোচ হিসেবে এটাই আমার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ অনেক ভাল দল। তার ওপর তারা স্বাগতিক। তারপরও আমি ভাল ফল আশা করছি। তবে বাংলাদেশ যদি ড্র করে, তাহলেও ধরে নেব তারা ভাল খেলেছে। এই ম্যাচের ইতিবাচক ভাল আমাদের ভুটানের বিরুদ্ধে ভাল খেলতে সহায়ক হবে।’
×