ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-উরুগুয়ে

প্রকাশিত: ০৬:৫১, ১ সেপ্টেম্বর ২০১৬

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-উরুগুয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ মাস পর আবারও শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবল। সপ্তম রাউন্ডের ম্যাচে এই অঞ্চলের দশটি দলই মাঠে নামছে। তবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে আর্জেন্টিনা-উরুগুয়ে ও ব্রাজিল-ইকুয়েডর ম্যাচে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়া ও পেরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। আধাঘণ্টা পর শুরু হবে কলম্বিয়া ও ভেনিজুয়েলার ম্যাচ। এরপর রাত ৩টায় জয়ে ফেরার লক্ষ্য নিয়ে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে খেলবে অলিম্পিক স্বর্ণজয়ী ব্রাজিল। ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ শেষ হওয়ার পর মাঠে গড়াবে আর্জেন্টিনা ও উরুগুয়ের খেলা। বাংলাদেশ সময় এই ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে। আর শুক্রবার সকাল ৬টায় প্রতিদ্বন্দ্বিতা করবে প্যারাগুয়ে ও কোপা আমেরিকার সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলি। জাতীয় দলের জার্সিতে টানা ব্যর্থতার কারণে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সবার অনুরোধে সিদ্ধান্ত পাল্টে ফের আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার কথা জানিয়েছেন বার্সিলোনা সুপারস্টার। এই হিসেবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই প্রত্যাবর্তন হওয়ার কথা ফিফা সেরা তারকার। তবে আপাতত বাগড়া বেধেছে ঘাতক ইনজুরি। স্প্যানিশ লা লিগার ম্যাচে চোট পাওয়ায় মেসির বাছাইপর্বের সামনের দুই ম্যাচ খেলা নিয়ে সংশয় আছে। তবে খেলার জন্য নাকি মরিয়া ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। যে কারণে দলের সঙ্গেই আছেন এবং অনুশীলনও করেছেন। চোট থাকলেও মেসির খেলার বিষয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ এডগার্ডো বাউজা। দলের সেরা তারকার ফিটনেস নিয়ে আশার কথাই শুনিয়েছেন তিনি। বাউজা বলেন, মেসি ঠিক আছে। আমরা তার সঠিক যতœ নিচ্ছি। আমার বিশ্বাস, উরুগুয়ে ম্যাচের জন্য সে সম্পূর্ণ ফিট থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করেছে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। তবে মেসির ফিটনেস নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা দেয়া হয়নি। এর আগে ইনজুরির কারণে সার্জিও এ্যাগুয়েরো ও জ্যাভিয়ের পাস্টেরোর না খেলা নিশ্চিত হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা উরুগুয়ে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে। পূর্ণশক্তির দলই পাচ্ছে তারা। কেননা দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়াগো গডিন। নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের হয়ে সবশেষ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক নেইমার। প্যারাগুয়ের কাছে হারতে হারতে ২-২ গোলে ড্র করা সেলেসাওরা এবার বার্সা তারকাকে নিয়েই ইকুয়েডর গেছে। জিততে আশাবাদী সেলেসাওরা। অলিম্পিক স্বর্ণজয়ী দলের বেশ কয়েকজন তারকা আছেন কোচ টিটের দলে। ব্রাজিল কোচ টিটে বলেছেন, আমরা এখন বাছাইপর্ব উতরানোর অবস্থায় নেই। অবশ্যই এটা কঠিন পরিস্থিতি। আমরা বুঝতে পারছি কোথায় আছি। এজন্য করণীয় কি সেটাও জানা আছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শুরুর দিকে বেশ বিপাকে ছিল আর্জেন্টিনা। কিন্তু প্রাণভোমরা লিওনেল মেসিকে ফিরে পেয়ে পঞ্চম ও ষষ্ঠ পর্বের দুটি ম্যাচেই দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ায় দিয়াগো ম্যারাডোনার দেশ। এরপর আবারও মেসির অনুপস্থিতির শঙ্কা। এ অবস্থায় আর্জেন্টিনা কেমন করে সেটাই দেখার। প্রথম চার পর্বে সাফল্য পাওয়া ব্রাজিল পঞ্চম ও ষষ্ঠ পর্বের দুটি ম্যাচেই ড্র করে। প্রথমে উরুগুয়ের বিপক্ষে জেতা ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়ে। এরপর প্যারাগুয়ের বিপক্ষে হারতে হারতে কোনমতে ড্র করে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বর্তমানে ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে, সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে দুইয়ে ইকুয়েডর। ১১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা তিনে। ১০ পয়েন্ট করে নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে চিলি ও কলম্বিয়া। ৯ পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে ব্রাজিল ও প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পঞ্চম হওয়া দলটিকে খেলতে হবে এশিয়া অঞ্চলের দলের সঙ্গে প্লে অফ। তার মানে, এবার ব্রাজিলের জন্য বাছাইপর্ব পেরুনো অগ্নিপরীক্ষা। অনেকেই মনে করছেন, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা এবার বাছাইপর্ব থেকেই বাদ পড়তে পারে! সেটা হলে রাশিয়া বিশ্বকাপের জৌলুস নিশ্চিত করেই কমে যাবে।
×