ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

ব্যস্ত মোশাররফ

প্রকাশিত: ০৬:৩০, ১ সেপ্টেম্বর ২০১৬

ব্যস্ত মোশাররফ

মোশাররফ করিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে অভিনয় করছেন এই অভিনেতা। বাংলাদেশের অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। তিনি সমগ্র বাংলাদেশ জুড়ে সমান পরিচিত। তার অসাধারণ অভিনয় ক্ষমতা, উচ্চারণ দক্ষতার জন্য। মোশাররফ করিম, তার নামই এক প্রকার বিশেষণ। বর্তমানে টিভি নাটক-টেলিফিল্মের প্রিয় মুখ ও সফল অভিনেতা মোশাররফ করিম। টিভি নাটকে তাকে জীবন্ত কিংবদন্তি বললেও ভুল হবে না। অভিনয়ের ভিন্নতা, বিভিন্ন অঞ্চলের ভাষার উচ্চারণ দক্ষতা এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে আমাদের আনন্দ দিয়ে যাচ্ছেন নিয়মিত। বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। বাংলাভিশনে নিয়মিত প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস।’ মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হয় তার সঙ্গে। ঈদের নাটকের ব্যস্ততা সম্পর্কে জানতে চাই। এবারের ঈদে আমার অভিনীত বেশকিছু নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। এর মধ্যে অধিকাংশ নাটকের শূটিং ইতোমধ্যেই শেষ করেছি। এখনও বেশকিছু নাটকের শূটিং করছি। এখন সপ্তাহের সাতদিনই শূটিং করছি। দেশে বর্তমানে বিদেশী চ্যানেলগুলের দর্শক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দেশীয় চ্যানেলের দর্শক কমে যাচ্ছে। এর কারণ কী বলে মনে করছেন? আমাদের চ্যানেলগুলো অনেক বেশি বিজ্ঞাপন প্রচার করছে। তাই দর্শকও বিরক্ত। আমাদের দেশে নাটক যখন দর্শকের ভাল লাগতে শুরু“করে ঠিক তখনই বিজ্ঞাপন দিয়ে থাকে। এতে দর্শক বিরক্ত হয়। ‘তিনি আর অভিনয় করবেন না সম্পর্কে জানতে চাই তিনি আর অভিনয় করবেন না শীর্ষক একটি ঈদের নাটকের শূটিং করেছি। এতে আমার বিপরীতে অভিনয় করছেন সোনিয়া হোসেন। নাটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয় এফডিসি কেন্দ্রিক। তাই প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে এ নাটকের পুরো শূটিংই চলচ্চিত্রের আবহে করা হচ্ছে। এক প্রকার বাধ্য হয়ে এফডিসিতেই শূটিং করতে হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে এ নাটকটি পরিচালনা করছেন আর বি প্রীতম। মজার একটি ঘটনা নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যাবে। আর বি প্রীতমও চমৎকারভাবে নাটকটি পরিচালনা করছেন। আর আমি এর আগেও তার একাধিক খ- নাটকে অভিনয় করেছি। এর আগের দুই বছর ঈদে তিনি আমাকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘ডেঞ্জারম্যান’ ও ‘আমি ভিলেন হতে চাই’ নামের দুটি নাটক। প্রচার চলতি ধারাবাহিক কি কি এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে আমি ৯-১০টি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- লড়াই তিনি আসবেন ‘বহুরূপি আসিতেছে দুটি মন দুটি আশা চলিতেছে সার্কাস হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষগুলো ইত্যাদি। তিনি বলেন, চলিতেছে সার্কাস ধারাবাহিকে আমার চরিত্রের নাম এস এম সুলতান। এতে দেখা যাচ্ছে- আমার প্রেমিকাকে নারী পাচারকারীরা ধরে নিয়ে গেছে। তার সন্ধান করতে করতে আমি ওই কুচক্রিদের হাতে ধরা পড়েছি। এভাবেই ধারাবাহিকের কাহিনী এগিয়ে যাচ্ছে। এতে আমার প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস। ঢাকাইয়া ভাষার সংলাপে বিড়ম্বনা, ‘তিনি আসবেন’ ধারাবাহিকে ঢাকাইয়া ভাষায় সংলাপ বলতে হচ্ছে। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা অভিনয় শিল্পীরা পরস্পরকে যথেষ্ট সহযোগিতা করছি। কিছুদিন আগে আপনার অভিনীত অজ্ঞাতনামা মুক্তি পেয়েছে ছবি সম্পর্কে জানতে চাই? এবং ছবিটিতে কেমন সাড়া পাচ্ছেন? অজ্ঞাতনামায় আছে বাস্তব জীবনের চিত্র। তৈৗকীর আহমেদ নির্মাণে যেমন বৈচিত্র্য তুলে ধরেছে, তেমনি এর কাহিনীতে রয়েছে বাস্তব জীবনের কিছু চিত্র। বাঁচার তাগিদে অনেকে বিদেশে পাড়ি দেয়। আর এই বিদেশ পাড়ি দিতে গিয়ে কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, শিকার হতে হয় কত বঞ্চনার, তা এতে তুলে ধরা হয়েছে। ছবিটিতে ব্যাপক সাড়া পাচ্ছি। নতুন কোন চলচ্চিত্রে কাজ করছেন? কয়লা নামের একটি ছবিতে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছি। অচিরেই নতুন ছবির শূটিং শুরু করব। জনপ্রিয়তা প্রাপ্তির অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ব্যর্থতা থেকে শুরু“করে জীবনের সবকিছুই আমি উপভোগ করি। কারণ আমি মনে করি, মানুষের জীবনটাই উপভোগের মঞ্চ। সবাই কোন না কোন উপভোগে মেতে রয়েছে। কেউ সুখটাকে উপভোগ করছে, আবার কেউ দুঃখটাকে। আমিও তাদের মতোই উপভোগ করছি জীবনকে ।
×