ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামায়াত-শিবির ক্যাডারসহ গ্রেফতার ৬৪

প্রকাশিত: ০৬:১৪, ১ সেপ্টেম্বর ২০১৬

জামায়াত-শিবির ক্যাডারসহ গ্রেফতার ৬৪

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ক্যাডারসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রাজশাহী থেকে ৫৯ জন, নওগাঁ থেকে দুইজন এবং সিলেট, শরীয়তপুর ও শেরপুর থেকে একজন করে গ্রেফতার করা হয়। সিলেটে গ্রেফতার জামায়াত নেতার কাছ থেকে ১১০ ককটেল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জামায়াত কর্মী আলী আশরাফকে (৬৫) আটক করা হয়। তিনি বাঘার জোতনশী গ্রামের মৃত এরশাদ আলীর পুত্র। এছাড়া বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ২৮ জন ও শাহমখদুম থানা পুলিশ ছয়জনকে আটক করে। এদিকে দুর্গাপুরের ভাগীরপাড়া থেকে মঙ্গলবার রাত ২টার দিকে আলিউল আজিম নামে ছাত্রশিবিরের এক নেতাকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। তিনি ৫নং ঝালুকা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সিলেট ॥ কোম্পানীগঞ্জের রাজনগর নতুনবাজার থেকে মঙ্গলবার মধ্যরাতে ১১০ ককটেলসহ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমানকে আটক করেছে পুলিশ। কোম্পানীগঞ্জের রাজনগর নতুনবাজারে ‘ফাইভ স্টার কিন্ডারগার্টেনে’ জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে তাকে আটক করা হয়। পুলিশের অভিযান টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১১০ ককটেল, কিছু লিফলেট এবং নিষিদ্ধ বই উদ্ধার করা হয়েছে। শরীয়তপুর ॥ ভেদরগঞ্জের সখিপুর থানা জামায়াতে ইসলামীর আমির ও চরভাগা শনিকান্দি খাজে মোহাম্মদ দাখিল মাদ্রাসার সহসুপার মোস্তফা কামালকে আটক করেছে পুলিশ। বুধবার সখিপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এলাকাবাসীর অভিযোগ, মোস্তফা কামাল মাদ্রাসা থেকে মাঝে মধ্যে ২-৩ মাসের জন্য নিখোঁজ থাকতেন। মাদ্রাসায় ছাত্রশিবিরের প্রশিক্ষণ দেয়াসহ তার আচার-আচরণের কারণে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করে। মোস্তফা জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নাশকতার পরিকল্পনাকারী হিসেবে এলাকায় পরিচিত। শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল্লাহ আল মামুন বলেন, মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নওগাঁ ॥ ধামইরহাটে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে টিএ্যান্ডটি এলাকার বাসিন্দা পৌর জামায়াতের সেক্রেটারি, দুর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন (৪৫) এবং গাংরা গ্রামের আবুল কালাম আজাদকে (৪৪) পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। আবুল কালাম আজাদ আমাইতাড়া এলাকার একটি নূরানী মাদ্রাসার শিক্ষক। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুর ॥ নাশকতা কর্মকা-ের পরিকল্পনার অভিযোগে নকলায় সাইফুল ইসলাম (২২) নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নকলা পৌর শহরের চরকৈয়া উত্তরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। বুধবার বিকেলে বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
×