ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

সালামতসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:১২, ১ সেপ্টেম্বর ২০১৬

সালামতসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের সালামত উল্লাহ খানসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করে। প্রসিকিউটর তাপস কান্তি বল বলেন, ফরমাল চার্জে কিছু করণিক ভুল ছিল,তা সংশোধন করে দেয়া হয়েছে। ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে। এর আগে ট্রাইব্যুনাল পলাতক ১২ আসামিকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেয়। এ সময় ট্রাইব্যুনাল পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেয়। এবং ফরমাল চার্জে কিছু ত্রুটি থাকায় সেগুলো সংশোধনের সময় দিলে প্রসিকিউশন তা সংশোধন করে গতকাল আদালতে জমা দেন। পরে ট্রাইব্যুনাল এ তারিখ নির্ধারণ করে অভিযোগ শুনানির জন্য। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানাদাস গুপ্ত এবং তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া ও প্রসিকিউটর তাপস কান্তি বল। আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী তারিকুল ইসলাম ও আইনজীবী মাসুদ রানা। গত ২২ মে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কারাগারে থাকা অবস্থায় ৭ আসামির মধ্যে ১ জন মারা যান। বাকি ৬ জন কারাগারে রয়েছেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তরকরণসহ ১৩টি অভিযোগ আনা হয়েছে। একই মামলায় এর আগে আসামি ছিলেন ১৯ জন। তবে গ্রেফতারকৃত একজন মারা যাওয়ায় মোট আসামি হন ১৮ জন। নতুন আরও একজন আসামি যুক্ত হওয়ায় মোট আসামি দাঁড়াল আবারও ১৯ জনে। সালামত উল্লাহ খান ছাড়াও মামলার অন্যান্য আসামি হলেন মৌলবী জাকারিয়া শিকদার (৭৮), মোঃ রশিদ মিয়া বিএ (৮৩), অলি আহমদ (৫৮), মোঃ জালাল উদ্দিন (৬৩), মোলবী নুরুল ইসলাম (৬১), মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল (৬৩), মমতাজ আহম্মদ (৬০), হাবিবুর রহমান (৭০), মোলভী আমজাদ আলী (৭০), মৌলবী আব্দুল মজিদ (৮৫), বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১), আব্দুল শুক্কুর (৬৫), মোলভী সামসুদ্দোহা (৮২), মোঃ জাকারিয়া (৫৮), মোঃ জিন্নাহ ওরফে জিন্নাত আলী (৫৮), মোলভী জালাল (৭৫) ও আব্দুল আজিজ (৬৮)। এদের মধ্যে সালামত উল্লাহ খানসহ ৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন সালামত উল্লাহ খান, মোঃ রশিদ মিয়া বিএ, মৌলবী নুরুল ইসলাম, বাদশা মিয়া, মৌলবী ওসমান গণি, মৌলভী শামসুদ্দোহা, মোঃ জিন্নাত আলী। তদের মধ্যে মোলভী সামসুদ্দোহা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
×