ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুলে ভরা খালেদা জিয়ার কারণেই বিএনপি এখন মুমূর্ষু ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৬:০৩, ১ সেপ্টেম্বর ২০১৬

ভুলে ভরা খালেদা জিয়ার কারণেই বিএনপি এখন মুমূর্ষু ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারণেই বিএনপি এখন মুমূর্ষু অবস্থায় আছে। তাঁর জীবনের পাতায় পাতায় ভুল। বিএনপির নেতাকর্মীদের প্রতি ভুলে ভরা এই নেতৃত্বকে অবসরে পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে অপসারণ না করলে বিএনপি রক্ষা পাবে না। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি আরও বলেন, খালেদা জিয়ার জন্ম তারিখে ভুল। পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার কর্মসূচী, নির্বাচনে অংশগ্রহণ না করা, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাক্যাম্পে আশ্রয় নেয়া এবং সম্প্রতি রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে দেয়া বক্তব্য- সবই ভুল। খালেদা জিয়ার ভুল নেতৃত্বের জন্যই বিএনপির আজ এই দৈন্যদশা। তিনি বলেন, আমরা একটা শক্তিশালী বিএনপি চাই। কেননা খালেদা জিয়ার ভুল রাজনীতির কারণে বিদেশীরাও মুখ ফিরিয়ে নিয়েছেন। ড. হাছান আরও বলেন, হরতালকারীদের এখন দূরবীণ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি জামায়াত হরতালকে কৌতূকে পরিণত করেছে। অথচ গণতন্ত্রে হরতালকে বলা হয় প্রতিবাদের সর্বোচ্চ ভাষা। কিন্তু তারা (বিএনপি-জামায়াত) প্রতিবাদের এ ভাষা নষ্ট করে ফেলেছে। দেশের মানুষ পত্রিকা খুলে জানতে পারছে যে হরতাল ডাকা হয়েছে। রাস্তাঘাটের অবস্থা দেখে হরতাল বোঝার উপায় নেই। আসলে হরতালে জনগণের সম্পৃক্ততা না থাকলে এমন হয়। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বন্ধুত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। খালেদা জিয়া অনেক ‘অনুনয়-বিনয়’ করে জন কেরির সঙ্গে দেখা করেছিলেন। নতুন নির্বাচন দিতে সরকারকে বলার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু জন কেরি সফর শেষ করে যাওয়ার সময় বলে গেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সঠিক এবং সমৃদ্ধির পথেই এগোচ্ছে। এতেই বোঝা যায়, খালেদা জিয়ার কান্নাকাটি কোন কাজে আসেনি। মীর কাশেমের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম বলেন, জামায়াত যে হরতাল ডেকেছে, এতে মানুষের সমর্থন নেই। দেশের মানুষ যুদ্ধাপরাধী, সন্ত্রাসী ও জঙ্গীবাদকে ঘৃণা করে তাদের দোসরদের প্রত্যাখ্যান করেছে। আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এম এ করিমসহ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মানিকগঞ্জে আজ ১৪ দলের সমাবেশ ॥ জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় ১৪ দলের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় মানিকগঞ্জ জেলা সদরে এক সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখবেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফীন টুটুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন এমপি, মমতাজ বেগম এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপি, জাসদের নাজমুল হক প্রধান এমপি, গণতন্ত্রী পার্টির মাহমুদুর রহমান বাবু, ন্যাপের নুরুল মজিদ বেলাল, গণতন্ত্রী পার্টির ডাঃ শাহাদাত হোসেন, গণ-আজাদী লীগের আতাউল্লাহ খান, কমিউনিস্ট কেন্দ্রের ডাঃ ওয়াজেদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের লায়ন এম. এ আউয়াল এমপি, বাসদের রেজাউর রশিদ খানসহ স্থানীয় ১৪ দল এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
×