ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনী প্রক্রিয়া শেষে মীর কাশেমের ফাঁসির রায় কার্যকর হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৩, ১ সেপ্টেম্বর ২০১৬

আইনী প্রক্রিয়া শেষে মীর কাশেমের ফাঁসির রায় কার্যকর হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩১ আগস্ট ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনী তাদের জীবন দিয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলা প্রতিরোধ করেছে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে যুদ্ধাপরাধী মীর কাশেমের ফাঁসির রায় কার্যকর করা হবে। তিনি বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। তারা এখনও সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অপশক্তিকে পরাজিত করেছি। ২৮টি পদকে ভূূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। তিনি নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসীকে শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার। সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, মেজর জেনারেল (অব) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কু-ু প্রমুখ।
×