ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪২, ১ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

যশোরে ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের এক ব্যবসায়ীর সাড়ে ৪২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ঢাকার জননী গার্মেন্টস এ্যান্ড টেক্সটাইলের এমডি মোতাহার হোসেন আটক হয়েছেন। বুধবার সকালে যশোর শহর থেকে তাকে আটক করা হয়েছে। মোতাহার ফেনী জেলার দাগন ভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় মোতাহার হোসেন এবং একই প্রতিষ্ঠানের পরিচালক ফুয়াদ হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। অভিযোগে জানা যায়, যশোর সদর উপজেলার পুলেরহাটের আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেন একজন মোটর পার্টস ব্যবসায়ী। শহরের আরএন রোডে তার আনিশা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় তার কাছ থেকে সাড়ে ৪২ লাখ টাকা ধার নেন। কিন্তু তারা টাকা পরিশোধ করেননি। টাকা দাবি করলে টালবাহনা করতেন। বুধবার সকালে মোতাহার হোসেন যশোরে গেলে তার কাছে পাওনা টাকা দাবি করা হয়। কিন্তু এ বিষয়ে তার কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিক্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩১ আগস্ট ॥ মেহেরপুরে প্রাক্তন ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফয়জুল কবীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অপরাধ ও বিক্ষোভ মিছিল করেছে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে বিদ্যালয়ের সামনের অভিযুক্ষ শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কটি আধাঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষর্থীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বুধবার দুপুরে এক জরুরী সভায় অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির পক্ষ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। প্রধান শিক্ষক মামুনুল ইসলাম মুকুল বলেন, এসেম্বলি শেষে সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা হাঠাৎ বাইরে বেরিয়ে যায়। এ সময় তাদের বোঝানোর পরও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাদের সঙ্গে কিছু অভিভাবকও যোগ দেয়। তিনি জানান, অভিযুক্ত শিক্ষক ফয়জুল কবীরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিদ্যুত কেন্দ্র বাতিল দাবিতে ছাত্রসমাবেশ রাবি সংবাদদাতা ॥ রামপাল বিদ্যুত কেন্দ্র চুক্তি বাতিল এবং জঙ্গী ও সন্ত্রাস নির্মূলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এ সমাবেশের আয়োজন করে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এর আগে গ্রন্থাগারের সামনে থেকে একটি প্রতিবাদ র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় বক্তব্য দেনÑ রাবি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল প্রমুখ। সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উজিরপুর পৌরসভার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার নবগঠিত উজিরপুর পৌরসভায় বুধবার বেলা এগারোটার দিকে প্রথম বাজেট ঘোষণা করেছেন পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র গিয়াস উদ্দিন বেপারী। পৌর কার্যালয়ে প্রথম বাজেটে চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫০ লাখ টাকা। সর্বমোট ৩৭ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। মেয়র গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু, কাউন্সিলর দিলীপ কুমার সিকদার, বাবুল সিকদার, ছবি রানী নন্দী, পৌর সচিব ফারুক হোসেন প্রমুখ। প্রতিপক্ষের ঘুষিতে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৩১ আগস্ট ॥ শহরের শ্রমিক কলোনিতে শিশুদের ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ঘুষির আঘাতে শফিউল্যাহ শফি (৩৬) নামে যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় বড় স্টেশন এলাকার ওই কলোনিতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত আলী একাব্বর ঢালী ও আবু ঢালী নামে দুইজনকে আটক করেছেন পুলিশ। নিহত শফি শ্রমিক কলোনির মৃত শহীদ বেপারীর ছেলে। সে পেশায় একজন দিনমজুর। স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩১ আগস্ট ॥ পূর্বশত্রুতার জের ধরে বুধবার সকালে গোসাইরহাট বাজারের ব্যবসায়ী, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইনুদ্দিন ঢালীকে শরীরের বিভিন্ন স্থানে ধারালো রামদা দিয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী রুহুল আমীন বাঘা ও তার সঙ্গীরা। স্থানীয়রা জানান, গোসাইরহাট উপজেলার তরজুসিরগাঁও গ্রামের মৃত আইয়ুব আলী ঢালীর ছেলে মাইনুদ্দিন ঢালী সকালে নিজ বাড়ি থেকে হেঁটে জুসিরগাঁও বাজারে রওয়ানা দেয়। একই গ্রামের রুহুল আমীন বাঘার বাড়ির কাছে পৌঁছলে সন্ত্রাসীরা মাইনুদ্দিন ঢালীকে রুহুল আমীন বাঘার বাড়িতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আশঙ্কাজনক অবস্থায় মাইনুদ্দিন ঢালীকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। কলেজছাত্রী ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩১ আগস্ট ॥ ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখা হয়। মঙ্গলবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ধর্ষণের অভিযোগে তানজিন আহম্মেদ নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। তানজিনকে পুলিশ বুধবার আদালতে পাঠিয়েছে। জানা গেছে, চার বছর পূর্বে তানজিনের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৩ আগস্ট কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তানজিন পঞ্চবটি এলাকায় এক বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তানজিন তাকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এ দৃশ্য ভিডিও করে রাখে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ারও ভয় দেখায়। পানিতে ডুবে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে মেধাবী ছাত্র প্রৌজ্বল বড়ুয়া অভিক। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত অভিক (১১) রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং রামুর ফতেখাঁরকুল শ্রীধনপাড়ার কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবন বড়ুয়া এবং রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেঘনা রানী বড়ুয়ার ছেলে। জানা গেছে, শিক্ষক দম্পতি হওয়ায় বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল অভিক। সেখানে পার্শ্ববর্তী বৈদ্যপুকুরে বন্ধু ও পাড়ার অন্য শিশুদের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে সবার অগোচরে পানিতে ডুবে যায়। চা বাগানের ৭১৫ অবৈধ স্থাপনা হস্তান্তর স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে শিল্পপতি রাগীব আলীর দখলে থাকা তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে গড়ে ওঠা ৭১৫টি অবৈধ স্থাপনা সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। উচ্চ আদালতের দেয়া রায়ের প্রেক্ষিতে বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ মাহবুবুর রহমান সেবায়েতকে স্থাপনাগুলো বুঝিয়ে দেন। মীর মোঃ মাহবুবুর রহমান বলেন, উচ্চ আদালতের দেয়া রায়ের প্রেক্ষিতে ৭১৫টি স্থাপনা আনুষ্ঠানিকভাবে সেবায়েতকে বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে। ডাকাত সর্দার আটক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩১ আগস্ট ॥ সদর উপজেলা ব্রহ্মপুত্র চরে ডাকাত সর্দার আনোয়ার হোসেনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে র‌্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে শতাধিক আইনশ্ঙ্খৃলা বাহিনী বিভিন্ন চরে ডাকাত গ্রেফতার অভিযান করে। এ সময় কামারজানি ইউনিয়নের চর বাটিকামারী থেকে শীর্ষ ডাকাত ও হত্যা মামলা আসামি শাহ জামালের পুত্র আনোয়ার হোসেনকে আটক করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি নৌকাও উদ্ধার করা হয়। পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩১ আগস্ট ॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকায় ২ কলেজ জাতীয়করণের পর এবার নকলা পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে (দ্বিতীয় শ্রেণী) উন্নীত হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ওই তথ্য নিশ্চিত করেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পৌরসভায় পৌঁছে। স্কুলছাত্রের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩১ আগস্ট ॥ মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা শহরের খোর্দ্দসাপটানার বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র। জানা গেছে, নিহত ফয়িম আল শাহারিয়ার রিয়াম (১৪) লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। নিহতের বাবা সামছুল হক ও মা স্কুল শিক্ষিকা ফাতেমা খাতুন রানী বাসায় ছিলেন না। এই সুযোগে নিজ শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩১ আগস্ট ॥ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এর ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৫ বছরের এক কিশোরী। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মেছরদিয়া পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণ দাবি পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসানের অপসারণ দাবিতে বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির খাগড়াছড়ি শাখার সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম, শিক্ষক এটিএম নেসার উল্যাাহ, বেলাল হোসেন, আতিকুর রহমান প্রমুখ। সম্মেলনে বলা হয়, ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ মাহবুব হাসান দায়ী। তাঁর অদক্ষতার কারণে পুনঃ নিরীক্ষণের জন্য ৫১ হাজার পরীক্ষার্থী আবেদন করলেও উত্তরপত্র যাচাই-বাছাই করার পর নম্বরের তারতম্য হলেও তা সংযোজন করা হয় না। এমনকি এসএসসি পরীক্ষায় তাঁর সিন্ডিকেট এক কোটি ২৭ লাখ টাকার নিম্নমানের ওএমআর ফরম গ্রহণ করে। সংবাদ সম্মেলন থেকে শিক্ষকরা পরীক্ষার মান সমুন্নত রাখতে পরীক্ষা নিয়ন্ত্রক হাসানের অপসারণসহ দাবি করেন। স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ স্ত্রী শিরিনাজ হত্যা মামলার রায়ে স্বামী ফখরুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমির উদ্দিন বুধবার এক রায় ঘোষণায় এই আদেশ দেন। গত ২০১২ সালে ময়মনসিংহ সদর উপজেলার বয়রা পশ্চিমপাড়া গ্রামের গৃহবধূ শিরিনাজকে হত্যা করে। ম্যাক্সিম গ্রুপের এমডির বিরুদ্ধে ফের মামলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এবার ৪১ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মুন্সীগঞ্জ আদালতে ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান শহিদুল হক বারকাতির বিরুদ্ধে আবারও মামলা হয়েছে। বুধবার মুন্সীগঞ্জ আমলী আদালত ৪ এর বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে শহিদুল হক বারকাতিসহ ৭ জনের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন। টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামের রিপন খন্দকার বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত আসামিদের রিরুদ্ধে এই সমন ইস্যুর আদেশ দেন। এর আগে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ম্যাক্সিম গ্রুপ নামের একটি ব্রাঞ্চ খুলে ২০১৩ সালে গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাত করে উধাও হয় ওই গ্রুপের ব্রাঞ্চটি। তিন ছাত্রলীগ নেতার পদত্যাগপত্র প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ আগস্ট ॥ জেলা ছাত্রলীগের তিন সহসভাপতি পদত্যাগের একদিন পর বুধবার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছে। সকালে জেলা ছাত্রলীগ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এ ব্যাপারে ছাত্রলীগের সহসভাপতি কোরবান আলী সরকার, মনিরুজ্জামান মানিক ও তুর্য সুমন জানায়, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। নিজেদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে তারা পদত্যাগপত্র দিয়েছিলাম। সংগঠনের সার্বিক দিক বিবেচনা করে ও সহযোদ্ধাদের ভালবাসায় আমরা পদত্যাগপত্র প্রত্যাহার করেছি। প্রতিমা ভাংচুর, লুট নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩১ আগস্ট ॥ শ্রীবরদী শহরের শ্মশানঘাট কালীমাতার মন্দিরে মূর্তি ভাংচুর করা হয়েছে। বুধবার ভোরে দুর্বৃত্তরা তালা ভেঙে মন্দিরে ঢুকে কাীল- শীতলা মাতার প্রতিমা, ত্রিনাথ ও রাজা হরিশ চন্দ্রের বিগ্রহসহ ৯টি মূর্তি ভাংচুর করে। ভাংচুর শেষে দুর্বৃত্তরা মন্দিরের কাঁসার বাসন ও অন্যান্য সামগ্রীসহ অর্ধলক্ষ টাকার মাল লুটে নিয়ে গেছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে শহরের দহেরপাড় গ্রামের আবুল হোসেন, নাইফুল ইসলাম ও মোস্তফা। জানা যায়, শ্রীবরদী এলাকার দহেরপাড় গ্রামে এক একর ১০ শতক জমির ওপর ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাট। আবুল হোসেন কয়েক বছর আগে জোর করে শ্মশানের ১৫ শতাংশ জমি দখলে নিয়ে সেখানে মাছচাষ শুরু করে। এ নিয়ে পূজা কমিটি ও শ্মশান কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনকে বেশ কয়েকবার জমি উদ্ধারের জন্য অনুরোধ করলেও কোন ফল হয়নি। শহর থেকে দুই কিলোমিটার দূরে হওয়ায় আবুল হোসেন মাঝে মধ্যেই হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্রদের হুমকি দিতেন। পাবনায় বয়স্ক ভাতা প্রদান নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩১ আগস্ট ॥ পাবনা পৌর এলাকায় ২০১৫-১৬ অর্থবছরের অতিরিক্ত বরাদ্দপ্রাপ্ত বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা পরিষদের বহিঃবিতরণ বুধবার পাবনা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে প্রধান অতিথি পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বরাদ্দপ্রাপ্ত বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ পরিষদ ঢাকা ও সভাপতি প্রকল্প সমন্বয় পরিষদের সদস্য আব্দুল মতীন খান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মমিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক স¤পাদক আব্দুল বারী বাকী, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মামুন প্রমুখ। চট্টগ্রামে আটক ৮৪ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরী ও জেলার মীরসরাইয়ে পরিচালিত পুলিশী অভিযানে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয় ৮৪ জনকে। বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২শ’ লিটার মদ ও প্রায় এক কেজি গাঁজা উদ্ধার হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে ১১টি মামলা হয়েছে। এছাড়া একটি চোরাই সিএনজি অটোরিক্সা এবং নগদ টাকাও উদ্ধার হয় অভিযানে। গ্রেফতার ৮৪ আসামির মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিও রয়েছে। এদিকে, ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে এদিন মোট ৬২৪টি মামলা রুজু হয়। আটক করা হয় ১৩টি সিএনজি অটোরিক্সাসহ ৮৩টি যানবাহন। বিভিন্ন অনিয়মের দায়ে দ-িত যানবাহনের গাছ থেকে ৩ লাখ ৮৪ হাজার টাকা আদায় করা হয়। অন্যদিকে, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবাসহ স্বপন নামের এক যুবক ও একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করেছে। আটক যুবকের বাড়ি যশোর জেলার বেনাপোল থানার কাগজপুকুর গ্রামে। সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩১ আগস্ট ॥ ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মামুন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে কিশোরগঞ্জের ৪নং আমল গ্রহণকারী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবর তাকে জাল স্বাক্ষরে ভুয়া কোটেশন ও বিল ভাউচার দেখিয়ে এলজিএসপির ১০ লাখ ৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে জেলা শহরের রথখোলা এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
×