ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোলায় স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করল পাগল স্বামী

প্রকাশিত: ০৪:৪০, ১ সেপ্টেম্বর ২০১৬

ভোলায় স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করল পাগল স্বামী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩১ আগস্ট ॥ লালমোহন উপজেলায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক পাগল স্বামী তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও দুটি ছাগলকে পানিতে চুবিয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্থানীয়রা ওই পাগল স্বামীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ ও আব্দুর রাজ্জাককে আটক করে। স্থানীয়রা জানায়, লালমোহন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাকলাই বাড়ির আব্দুর রাজ্জাক দীর্র্ঘদিন মাথায় সমস্যার কারণে কয়েকবার তার স্ত্রীকে গলাটিপে হত্যার চেষ্টা করে। বুধবার সকালে রাজ্জাক ঘরে ভাত খেয়ে তার দুটি ছাগল নিয়ে পার্শ্ববর্তী বিলে যায়। সেখানে তার সঙ্গে থাকা দুটি ছাগলকে পানিতে ডুবিয়ে হত্যা করে। খবর পেয়ে তার স্ত্রী বিবি ফাতেমা বেগম ও তার ভাতিজা বউ জান্নাত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাক তার স্ত্রী বিবি ফাতেমা বেগমকে পানিতে চুবিয়ে ধরে। চাঁদপুরে শিক্ষক কারাগারে ॥ তদন্ত কমিটি শিক্ষার্থীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৩১ আগস্ট ॥ সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাথী আক্তার পরীক্ষার ফি কম দেয়ায় শিক্ষকের অপমান সইতে না পেরে সোমবার দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করেন। ওই ঘটনায় মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনকে আসামি করে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাথীর পিতা দেলোয়ার হোসেন শেখ। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সাপদী গ্রাম থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করেন। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানকে প্রধান করে ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় ও নিহত সাথীর বাড়িতে গিয়ে বিষয়টি তদন্ত করেন। চট্টগ্রামে ৩ শিবির ক্যাডারের কারাদণ্ড অস্ত্র উদ্ধার মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ২০১১ সালে একে-৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধারের মামলায় আলোচিত শিবির ক্যাডার সরওয়ার-ম্যাক্সনসহ তিনজনকে ২১ বছর করে কারাদ- দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক এবং যুগ্ম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এই রায় দেন। রায়ে আসামিদের প্রত্যেককে ১৪ বছর এবং ৭ বছর করে কারাদ- দেয়া হয়। দ-িত তিন শিবির ক্যাডার হলো সরওয়ার প্রকাশ বাবলা, নূরুন্নবী প্রকাশ ম্যাক্সন এবং মানিক প্রকাশ গিট্টু মানিক তিনজনের মধ্যে মানিক পলাতক রয়েছে। ৫ দিনব্যাপী বৃক্ষমেলা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩১ আগস্ট ॥ কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বুধবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলা ২০১৬’। এ উপলক্ষে কেরানীগঞ্জের ৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে রোপণের জন্য ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার ও পারভেজুর রহমান, উপজেলা প্রকৌশলী শাজাহান আলী, ফখরুল আলম প্রমুখ। অনুদানের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৩১ আগস্ট ॥ জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলিত হরিজন এবং বেদে জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন মোল্লা ২২ কম্পিউটার প্রশিক্ষণার্থী এবং ২৮ সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক এবং সনদপত্র তুলে দেন। জেলা সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আসিফ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
×