ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

প্রকাশিত: ০৪:৩৯, ১ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩১ আগস্ট ॥ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের কল্যানণপুর ট্রাকচাপায় জিয়াউর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল কালামের পুত্র। পুলিশ জানায়, মহাসড়ক পারাপারের সময় একটি মাল বোঝাই ট্রাক জিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনারগাঁয়ে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাখালি এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হোসনে আরা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সাভারে ৪০ পোশাক শ্রমিক আহত নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৪০ শ্রমিক। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার নিমেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এতে শ্রমিকবাহী বাসটি মহাসড়কের উপরে দুমড়ে-মুচড়ে গিয়ে ৪০ জন পোশাক শ্রমিক আহত হয়। কুমিল্লায় দুই আসামির স্বীকারোক্তি যুবলীগ নেতা হত্যা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ আগস্ট ॥ দেবিদ্বার পৌর যুবলীগের সহসভাপতি তারিকুল হাসান টিটু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি লিমন ও হৃদয় হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহর আদালতে ১৬৪ ধারায় গ্রেফতারকৃত ঘাতকরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আদালতে তারা মামলায় অভিযুক্ত ৭ জন ছাড়াও আরও একজনের নাম প্রকাশ করেছে। প্রকৌশলীসহ তিন জন রিমান্ডে ঘুষ গ্রহণ মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঘুষ গ্রহণকালে আটক বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রকৌশলীসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। বিটিসিএল-এর এই কর্মকর্তা-কর্মচারী হলেন চট্টগ্রাম নগরীর নন্দন কানন অফিসের বিভাগীয় প্রকৌশলী ফোন্স (অভ্যন্তরীণ) প্রদীপ দাশ, প্রধান সহকারী গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবির। গত ১৭ আগস্ট এই তিনজনকে ঘুষ গ্রহণকালে আটক করেছিল দুদক।
×