ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় স্ত্রীকে হত্যার পর পরিবারের সবার পলায়ন

প্রকাশিত: ০৪:৩৯, ১ সেপ্টেম্বর ২০১৬

ভালুকায় স্ত্রীকে হত্যার পর পরিবারের সবার পলায়ন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩১ আগস্ট ॥ ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে মঙ্গলবার রাতে আকলিমা (২৫) নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামী শরীফুলসহ পরিবারের সকলেই পালিয়ে গেছে। এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত ছন্নত আলীর পুত্র শরীফুল ইসলাম (৩০) মঙ্গলবার রাতে তার স্ত্রীকে মারধর করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে। বুধবার ভোরে শরীফুলকে বাড়ি থেকে দৌড়ে পালাতে দেখে পাশের বাড়ির এক মহিলা তাদের ঘরে প্রবেশ করে আকলিমার মৃতদেহ ঘরের বেড়ার সঙ্গে হেলান দেয়া অবস্থায় দেখতে পান। পরে এলাকার লোকজন থানা পুলিশকে অবগত করলে পুলিশ বুধবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে অসংখ্য জখম রয়েছে। আকলিমার বাবা উপজেলার বাঁশিল গ্রামের আছমত আলী জানান, প্রায় চার বছর পূর্বে শরীফুলের সঙ্গে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর ৫ লাখ টাকার মতো খরচ করে শরীফুলকে জমি কিনে বাড়ি করে দেয়া হয়। কিছুদিন যাবৎ আরও টাকার জন্য প্রায়ই আকলিমাকে শরিীফুল শারীরিক ও মানসিক নির্যতন করত। চুয়াডাঙ্গায় ৩৩ দিনপর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা থেকে জানান, নিখোঁজের ৩৩ দিন পর চুয়াডাঙ্গার সিএন্ডবি পাড়া থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহফুজ আলম সজীব চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। রাব-৬ সহপরিচালক মেজর মনির আহমেদ জানান, দামুড়হুদা উপজেলা দশমী পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মাহফুজ আলম সজীব ২৯ জুলাই দামুড়হুদা কৃষিমেলা দেখতে এসে অপহৃত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার কোরবান আলির বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
×