ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে জোয়ারে ভাঙছে সড়ক ও বেড়িবাঁধ

প্রকাশিত: ০৪:৩৯, ১ সেপ্টেম্বর ২০১৬

পটুয়াখালীতে জোয়ারে ভাঙছে সড়ক ও বেড়িবাঁধ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৩১ আগস্ট ॥ অস্বাভাবিক জোয়ারে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের স্লুইস বাজার এলাকার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। ভেঙ্গে যাচ্ছে বাঁধের ওপর নির্মাণ করা পাকা সংযোগ সড়কটি। বাঁধের ভেঙ্গে যাওয়া অংশ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় বাঁধ সম্পূর্ণ ভেঙে সংযোগ সড়ক ভেসে গেলে ইউনিয়নের একটি ওয়ার্ড বিচ্ছিন্ন হয়ে যাবে। পানিতে প্লাবিত হবে ইউনিয়নের পাঁচ গ্রামসহ পার্শ¦বর্তী উপজেলার গ্রামও। জোয়ারের পানি প্লাবিত হয়ে আমন আবাদ ক্ষতিগ্রস্ত হবে। এলাকার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। সরেজমিন দেখা গেছে, বাঁধ ভেঙ্গে বাঁধের ওপর পাকা সড়কটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকার লোকজন খুব সাবধনতার সঙ্গে বাঁধের ওপর দিয়ে চলাচল করছেন। ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। অমাবস্যার প্রভাবে গত তিনদিন ধরে জোয়ারের সময় চাঁদপুরা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ক্ষতিগ্রস্ত বাঁধটি ভেঙ্গে যাচ্ছে। ভেঙ্গে যাচ্ছে বাঁধের ওপর নির্মাণ করা পাকা সড়ক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফসলিক্ষেত। পটুয়াখালীর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ তালুকদার বলেন, ভেঙ্গে যাওয়া বাঁধের পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী শুকনো মৌসুমে বিকল্প বাঁধ নির্মাণ করা হবে। চবিতে ভর্তির আবেদন শুরু আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ভর্তিচ্ছুরা আজ ১ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক মোবাইলে সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রতিবারের মতো এবারও টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ প্রক্রিয়া আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তিনি জানান, এবার ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.ি পঁ.ধপ.নফ) পাওয়া যাবে।
×