ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রামীণ ব্যাংকে পিটুনি খেয়ে দম্পতি হাসপাতালে

প্রকাশিত: ০৪:৩৮, ১ সেপ্টেম্বর ২০১৬

গ্রামীণ ব্যাংকে পিটুনি খেয়ে দম্পতি হাসপাতালে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ঋণ পরিশোধ করতে গিয়ে হিসাবের গরমিল থাকার প্রশ্ন করায় ঋণগ্রহিতা স্বামী-স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা। আহতরা হলেন- পঞ্চগড় জেলা সদরের গরিনাবাড়ী ইউপির ডাঙ্গাবাড়ি গ্রামের জোসনা বেগম ও তার স্বামী আইনুল হক। বর্তমানে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বিক্ষুব্ধরা গ্রামীণ ব্যাংকের ধাক্কামারা শাখা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। পরে স্থানীয় পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। অভিযোগে জানা গেছে, ডাঙ্গাবাড়ি গ্রামের জোসনা বেগম গ্রামীণ ব্যাংক ধাক্কামারা শাখায় গত বছরের ৯ ডিসেম্বর নতুন সদস্য হন। এরপর ওই বছরের ১৫ ডিসেম্বর তিনি ১২ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। সুদ-আসল মিলে প্রতি সপ্তাহে ৩শ’ টাকা হিসাবে তিনি ৩৬ কিস্তি পরিশোধ করেন। মঙ্গলবার বিকেলে স্বামীসহ ব্যাংক শাখায় এসে তিনি কিস্তি সম্পূর্ণ পরিশোধ করার জন্য এলে ব্যাংক কর্তৃপক্ষ ৩৫ কিস্তি পরিশোধ হয়েছে বলে তাকে জানান। এক কিস্তি হেরফেরের কারণ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারপিট শুরু করে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। খবর পেয়ে পৌর কাউন্সিলরসহ স্থানীয়রা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পাস বই অনুযায়ী তিনি ৩৫ কিস্তি পরিশোধ করেছেন। ব্যাংকের ধাক্কামারা শাখার ব্যবস্থাপক আব্দুল হালিম বলেন, এখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। খারাপ ভাষায় গালিগালাজ করায় আমাদের সঙ্গে তাদের কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। ওয়ার্ল্ড ভার্সিটিতে নবীনবরণ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফল সেমিস্টার-২০১৬, কলা ও মানবিক অনুষদ এবং বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্রছাত্রীদের নবীনবরণ গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মুশফিক এম চৌধুরী, সদস্য সচিব বোর্ড অব ট্রাস্টি। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম মোল্লা। সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক একেএম জিয়াউল ইসলাম। -বিজ্ঞপ্তি বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ আগস্ট ॥ খালিয়াজুরি উপজেলা সদরের খালিয়াজুরি কলেজ ক্যাম্পাসে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন। কলেজের অধ্যক্ষ মণিভূষণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, আবুল কালাম আজাদ, শহীদ ইকবাল, সুমন চক্রবর্তী প্রমুখ। ১০ সাংবাদিককে চেক প্রদান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) আয়োজনে বুধবার সকালে হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়। মোট ১০ জন সাংবাদিককে ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে কল্যাণ ট্রাস্ট গঠন করে সাংবাদিকদের প্রতি বিভিন্ন সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার তাঁকে ধন্যবাদ জানান।
×