ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশমিনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ১৪

প্রকাশিত: ০৪:৩৭, ১ সেপ্টেম্বর ২০১৬

দশমিনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ১৪

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৩১ আগস্ট ॥ দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে জমিজমা বিরোধের জেরে ধরে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও নারী-শিশুসহ ১৪ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় চরহোসনাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পশ্চিম-উত্তর পাশে ও হামেদ খলিফা বাজারের দক্ষিণ পাশের বিলে এ ঘটনা ঘটেছে। জানা যায়, ক্রয়সূত্রে মালিক দাবিদার মমিন দেওয়ানের সঙ্গে পৈত্রিক সূত্রে মালিক দাবিদার ছালাম হাওলাদার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চলতি চাষাবাদ মৌসুমে মমিন দেওয়ান জমিতে চাষাবাদ করতে গেলে উভয়পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের- আমির হোসেন দেওয়ান, আঃ রব দেওয়ান, আলতাফ দেওয়ান, জালাল দেওয়ান, মমিন দেওয়ান, নাসির দেওয়ান, শাহজাহান দেওয়ান, জিসান (৮), বেগম বিবি, সাজুফা বেগম, মালেক সিকদার, আবুল বশার হাওলাদার, জহিরুল হাওলাদার, মনিরুল হাওলাদার ও কুড়ি বিবি গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আমিনুল ইসলাম আমির হোসেন দেওয়ানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মমিন দেওয়ানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ইবিতে ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৪ নবেম্বর ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৪ নবেম্বর অনুষ্ঠিত হবে। ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর থেকে ২০ আক্টাবর। বিশ্ববিদ্যালয় তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ এবং ফরম বিতরণের তারিখ ঘোষণা করা হয়। এ বছর মোট ৫ অনুষদের অধীনে ২৫ বিভাগের ১৬৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে। সংবাদের প্রতিবাদ গত ২২ আগস্ট ‘পার্বতীপুরে বঙ্গবন্ধুকে কটাক্ষ করায় বিক্ষুব্ধরা মারমুখী’ শিরোনামে জনকণ্ঠে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ডার আবদুল হাই। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রতিবাদপত্রে বলেন, প্রকাশিত খবরটি উদ্দেশ্যমূলক, ভুয়া ও বানোয়াট। প্রতিবেদকের বক্তব্য ॥ প্রকাশিত খবরের প্রতিবাদ করে আবদুল হাই জনকণ্ঠ অফিসে চিঠি পাঠিয়েছেন জেনে পার্বতীপুরের ১৮ মুক্তিযোদ্ধা লিখিতভাবে বলেন, জনকণ্ঠে প্রকাশিত খবরটি সঠিক ও সত্য। খবরের একটি বর্ণও মিথ্যা নয়। জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় ৩০ আগস্ট পার্বতীপুর মডেল থানায় আবদুল হাইকে আসামি করে মুক্তিযোদ্ধাদের পক্ষে মামলা রুজু করেছেন মুক্তিযোদ্ধা সেলিম সরকার। এদিকে গণরোষে আক্রান্ত হওয়ার ভয়ে আবদুল হাই পার্বতীপুর ত্যাগ করেছেন।
×