ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুর সেচ প্রকল্পে ৭ হাজার হেক্টর আউশ পানির নিচে

প্রকাশিত: ০৪:৩৭, ১ সেপ্টেম্বর ২০১৬

চাঁদপুর সেচ প্রকল্পে ৭ হাজার হেক্টর আউশ পানির নিচে

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৩১ আগস্ট ॥ বৃষ্টিতে প্রায় ৩ মিটার পানি বৃদ্ধির কারণে জেলার বৃহত্তম চাঁদপুর সেচ প্রকল্পের ৭ হাজার ৯ হেক্টর আউশ ধান পানির নিচে তলিয়ে গেছে। টানা ১০ দিনেও পানি অপসারণ না হওয়ায় ধানের চারাগুলো এখন পচতে শুরু করেছে। এতে কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। বুধবার সরেজমিন দেখা যায়, সেচ প্রকল্পের আওতাধীন সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর, ছোবহানপুর, ঘাষিপুর, ব্রাহ্মণ সাখুয়া, ঢালীর ঘাট, বালিয়া ইউনিয়নের চাপিলা, সাপদী, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া, প্রত্যাশী, বালিথুবা ইউনিয়নের পশ্চিম সেকদী, চান্দ্রা এলাকায় অধিকাংশ জমিগুলোর আউশ ধান পানির নিচে। নানুপুর এলাকার কৃষক তাজুল ইসলাম গাজী জানান, তিনি এ বছর ৩ একর জমিতে আউশ ধানের চাষ করেছেন। চারা রোপণের পর ২০ ও ২১ আগস্টের টানা বৃষ্টিতে চারাগুলো পানিতে তলিয়ে যায়। চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা আঃ মান্নান জানান, এ বছর সেচপ্রকল্প এলাকায় ৭ হাজার ৯শ’ হেক্টর জমিতে আউশ চাষাবাদ হয়েছে। জলাবদ্ধতায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পানি নিষ্কাশনের পর বলা যাবে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ শওকত আলী জানান, চাঁদপুর সেচ প্রকল্পের নানুপুর পাম্প হাউস ও হাজীমারা পাম্প হাউস দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে। কানাডিয়ান ভার্সিটিতে শিক্ষামেলা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষামেলার তৃতীয় দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২৭ আগস্ট মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তারানা হালিম মেধা ও মুক্তিযোদ্ধা কোটার উপর ভিত্তি করে ১০০% বৃত্তি দিয়ে ৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আজাদ চৌধুরী, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অসামান্য অবকাঠামো ও অন্যান্য সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, রাষ্ট্রদূত আব্দুল হান্নান, হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা চৌধুরী নাফিজ সরাফত বক্তব্য দেন। -বিজ্ঞপ্তি
×