ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীদের ছেড়ে না দিলে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি

প্রকাশিত: ০৪:৩৬, ১ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গীদের ছেড়ে না দিলে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩১ আগস্ট ॥ শোলাকিয়ায় জঙ্গী হামলা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ছেড়ে না দিলে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে জেলা ও দায়রা জজকে চিঠি পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল এবং ৭ দিনের মধ্যে অন্য জঙ্গীদের মুক্তি দাবি করে সম্প্রতি ডাকযোগে পাঠানো এক চিঠিতে জেলা জজ মোঃ মাহবুব-উল ইসলামকে এই হুমকি দেয়া হয়। এদিকে হুমকির পর থেকে জেলা জজ আদালত ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির সেলিম চৌধুরী স্বাক্ষরিত কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেলা জজ তাঁর নামে আসা একটি চিঠি খুলে হুমকির বিষয়টি জানতে পারেন। ‘কালা মিয়া, মনিপুরঘাট, বত্রিশ, কিশোরগঞ্জ, নামে পাঠানো হাতে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আনোয়ার হোসেনকে রিমান্ড বাতিল ও ৭ দিনের মধ্যে শোলাকিয়ার সকল ইসলামী নেতাদের মুক্তি দাও, অন্যথায় তোমার কার্যালয়ে বোমা ফোটানো হবে।’ কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, চিঠিতে হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত: ঈদ-উল-ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গী হামলার ঘটনায় বন্দুকযুদ্ধে আবির রহমান (২৩) নামে এক জঙ্গী মারা গিয়েছিল। এ সময় কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা মনিপুরঘাট এলাকার জাহিদুল হক তানিম (২৪) নামে এক যুবক এবং শফিউল ইসলাম (২২) নামে দিনাজপুরের এক জঙ্গী গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছিল। তবে গত ৪ আগস্ট ময়মনসিংহের নান্দাইলে এনকাউন্টারে মারা যায় শফিউল। এছাড়া গাইবান্ধার আনোয়ার হোসেন নামে এক মাদরাসা সুপারকেও তার বাসায় জঙ্গী শফিউলকে ভাড়া দেয়ার অপরাধে সেখান থেকে আটক করা হয়। বর্তমানে জাহিদুল হক তানিম ও আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন বলে শোলাকিয়া হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) মুর্শেদ জামান জানিয়েছেন।
×