ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বাবার কাঁধেই মৃত্যু হলো ছেলের

প্রকাশিত: ০৪:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৬

এবার বাবার কাঁধেই মৃত্যু হলো ছেলের

অসুস্থ ছেলেকে কাঁধে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল দৌড়ে বেড়াচ্ছেন বাবা। জরুরী বিভাগে চিকিৎসা না করেই পাঠিয়ে দেয়া হলো অন্য হাসপাতালের শিশু বিভাগে। সেখানে যাওয়ার পরে ডাক্তাররা বলেন, আর কিছুক্ষণ আগে আনলেই বাঁচান যেত ছেলেকে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার। খবর বিবিসির। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এই ছবি তোলা হয়েছিল বৃহস্পতিবার। এতে দেখা গেছে, ১১ বছরের ছেলে অংশকে কাঁধে নিয়ে বাবা সুনীল কুমার দৌড়ে বেড়াচ্ছেন হাসপাতালের এক বিভাগ থেকে অন্য বিভাগে। এর আগে উড়িষ্যা রাজ্য থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, দানা মাঝি তার মৃত স্ত্রীর দেহ কাঁধে চাপিয়ে ১২ বছরের মেয়েকে পাশে নিয়ে পায়ে হেঁটে ৬০ কিলোমিটার দূরের গ্রামের দিকে রওনা হয়েছেন। মৃতদেহ বহন করার জন্য চেয়েও সরকারী গাড়ি পাননি তিনি। কানপুরের ঘটনাটা আবারও ভারতের সরকারী চিকিৎসা পরিসেবার চূড়ান্ত অব্যবস্থার ছবি তুলে ধরল। অসুস্থ ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন স্থানীয় চিকিৎসকরা। কানপুরের লালা লাজপত রাই হাসপাতালে ছেলেকে নিয়ে যান সুনীল। কিন্তু সেখানে ওই ছেলেকে ভর্তি না নিয়ে অন্য এক হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ২৫০ মিটার দূরের ওই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য না দেয়া হয় কোন স্ট্রেচার, না অন্য কোন সাহায্য। কাঁধে করেই ছেলেকে বয়ে শিশু হাসপাতালে গিয়ে পৌঁছন সুনীল। কিন্তু ততক্ষণে বাবার কাঁধেই মারা গেছে ছোট্ট ছেলেটা। জাপানের টাইফুনের আঘাতে বৃদ্ধনিবাসে ৯ জনের মৃত্যু জাপানের উত্তরাঞ্চলের একটি বৃদ্ধনিবাসে নয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শক্তিশালী টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটে। শক্তিশালী টাইফুন ওই অঞ্চলকে ল-ভ- করে দিয়েছে। দেশটির পুলিশ বুধবার একথা জানিয়েছে। আইওয়াত অঞ্চলের পুলিশ শুকো সাকামোতো বলেছেন, আমরা এই মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইওয়াইজুমি শহরের ওই বৃদ্ধনিবাসের ভিতরে ওই নয়টি মৃতদেহ পাওয়া গেছে। শহরটি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সরকারী নিউজ চ্যানেল এনএইচকে জানায়, ওই বৃদ্ধনিবাসে বন্যার পানিতে আটকাপড়াদের উদ্ধারে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ নয়টি দেখতে পায়। টাইফুন লিওনরক মঙ্গলবার সন্ধ্যায় জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানে। এতে ভারি বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয় এবং বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। -এএফপি
×