ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকো সফরে ট্রাম্প

প্রকাশিত: ০৪:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৬

মেক্সিকো সফরে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার মেক্সিকো সফরে যাচ্ছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট পিনা নিয়েতোর আমন্ত্রণে ট্রাম্প দেশটিতে যাচ্ছেন। এক টুইট বার্তায় মঙ্গলবার ট্রাম্পও তার মেক্সিকো যাত্রার কথা নিশ্চিত করেছেন। খবর বিবিসির। টুইটে ট্রাম্প বলেন, আমি মেক্সিকোর প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছি এবং তার সঙ্গে বুধবারের বৈঠক নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি। টুইটারে দেয়া এক বার্তায় মেক্সিকান সরকারও ট্রাম্প ও পিনা নিয়েতোর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। আলোচিত এই সফর নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট নিয়েতোও টুইট করেছেন। তিনি বলেছেন, মেক্সিকোর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি সবসময়ই আলোচনায় আগ্রহী। আরও বিশেষ করে যেখানে মেক্সিানদের স্বার্থরক্ষার বিষয় থাকে। দেশটির প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকেই আমন্ত্রণ জানিয়েছেন। নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেক্সিকানদের ‘সন্ত্রাসী’ ও ‘ধর্ষক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে মার্কিন নাগরিকদের চাকরি না পাওয়ার পেছনেও মেক্সিকান অভিবাসীদের দায়ী করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে দেয়ার ইচ্ছার কথাও বারবার বলেছেন এ আবাসন ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়েছিলেন পিনা নিয়েতো।
×