ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলেপ্পোয় আইএসের শীর্ষ নেতা আল আদানি নিহত

প্রকাশিত: ০৪:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৬

আলেপ্পোয় আইএসের শীর্ষ নেতা আল আদানি নিহত

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী নেতা আবু মোহাম্মদ আল আদানি সিরিয়ায় নিহত হয়েছে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির। আমাকের প্রতিবেদনে বলা হয়, আলেপ্পোয় চালানো সামরিক হামলা প্রতিহত করার অভিযানের সময় আদানি নিহত হয়েছেন। তবে আদানি কিভাবে নিহত হয়েছেন তার বিস্তারিত জানায়নি আইএস। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, তারা আল বাব শহরের কাছে আদানিকে লক্ষ্য করে নির্ভুলভাবে বিমান হামলা চালিয়েছিল। ওই হামলায় আদানি নিহত হয়েছেন কি না তা যাচাই করা হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, আইএসের বিদেশ অভিযানের প্রধান পরিকল্পনাকারী ছিলেন আদানি। তিনি আইএস যোদ্ধাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বিষয়টি সমন্বয় করতেন। তিনি সরাসরি বেসামরিক নাগরিক ও সামরিক সদস্যদের ওপর হামলায় অনুপ্রেরণা এবং নতুন সদস্য নিয়োগে সক্রিয়ভাবে কাজ করতেন। ম্যাগাজিন এডিটর ওবামা! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যে তার আগামী পেশা কি হবে তা ভেবে ফেলেছেন। আগামীতে তিনি ওয়্যারড ম্যাগাজিনের অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন। প্রথমবারের মত কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ম্যাগাজিনটির সম্পাদক হিসেবে কাজ করেছেন বলে প্রকাশনা সংস্থা জানিয়েছে। তবে এটিই তার প্রথম কাজ নয়। এর আগে গ্ল্যামার ম্যাগাজিনের জন্যও তিনি প্রবন্ধ লেখেন। - এএফপি জেলের অনুভূতি পেতে ভারতের তেলেঙ্গানা প্রদেশের হায়দরাবাদ থেকে এক শ’ কিলোমিটার উত্তরে মেডাক শহরের এক কারাগারে কেউ চাইলেই পাঁচ শ’ রুপি দিয়ে একদিন কাটিয়ে আসতে পারবে। কারাগারটি ২২০ বছরের পুরনো। হায়দারাবাদের নিজাম কারাগারটি তৈরি করেছিলেন। সম্প্রতি কারাগারটি সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। পুরনোটির একটি অংশে জাদুঘর তৈরি করা হয়েছে। অন্য অংশে পর্যটকদের লক আপে রাখার ব্যবস্থা হয়েছে। যাতে কয়েদীদের মতই কাটাতে হবে। এর নাম দেয়া হয়েছে ‘ফিল দ্য জেল’ বা জেলের অনুভূতি। - দ্য ট্রিবিউন
×