ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘গ্লোবাল ফান্ড’ সম্মেলন

প্রধানমন্ত্রী কানাডা রওনা হবেন ১৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:৩২, ১ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী কানাডা রওনা হবেন ১৪ সেপ্টেম্বর

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল ফান্ড’ সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর কানাডা পৌঁছবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি কানাডার উদ্দেশে ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস এ্যান্ড ম্যালেরিয়া’ শীর্ষক সম্মেলনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ অর্জনে বাংলাদেশের অগ্রগতি এবং এই কার্যক্রমে ধনী দেশগুলোর অর্থ প্রদানের অঙ্গীকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শেখ হাসিনা। তিনি কানাডা থেকে নিউইয়র্কে আসবেন ১৮ সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ অধিবেশনের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীর অনেকে সরাসরি ঢাকা থেকে নিউইয়র্কে আসবেন। মুখ্য সচিবেরও ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসার কথা রয়েছে। এদিকে জাতিসংঘ সচিবালয় থেকে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন শেখ হাসিনা। এরপর তার ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা। পদ ছাড়লেন পাপিয়া ও শিরিন স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার নির্দেশ মেনে বিএনপির এক পদ রেখে আরেক পদ ছাড়লেন দলের নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া ও শিরিন সুলতানা। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ দু’জন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বিএনপির নতুন নির্বাহী কমিটির সহ-মানবাধিকার সম্পাদক আশিফা আশরাফি পাপিয়া। দলের গঠনতন্ত্র অনুসারে এক নেতার একাধিক পদে থাকার কোন সুযোগ না থাকায় তিনি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।
×