ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের উন্নয়ন ও জঙ্গী প্রশ্নে কোন ছাড় নয় ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৩১, ১ সেপ্টেম্বর ২০১৬

দেশের উন্নয়ন ও জঙ্গী প্রশ্নে কোন ছাড় নয় ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দেশের উন্নয়ন ও জঙ্গীবাদের প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, লং মার্চ করে কোন লাভ হবে না। দেশের উন্নয়নের স্বার্থে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবই। দেশকে রাখব উন্নয়নের পথে এবং দূর করব জঙ্গীবাদ। এই দু’টি বিষয়ে কোন আপোস হবে না। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজের শহীদ ডাঃ মিলন অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। জাতির পিতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখা এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক ডাঃ দেবেশ চন্দ্র তালুকদারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক সংসদ সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সনাল,মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ ও সহ-সভাপতি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ইসমাইল খান প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম বলেন, আমরা জঙ্গী ধরছি। চিকিৎসকদের অবশ্যই গ্রামে থাকতে হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে চিকিৎসকদের অবশ্যই গ্রামে থাকতে হবে। কারণ অধিকাংশ জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ রবি-এয়ারটেল একীভূত রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের একীভূতকরণের পক্ষে উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে রবি’র চীফ কর্পোরেট এ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘উচ্চ আদালত রবি ও এয়ারটেলের একীভূতকরণের পক্ষে রায় দেয়ায় আমরা আনন্দিত।’ রবির সিসিপিও বলেন, ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) এই একীভূতকরণ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে আমরা আশা করছি। -বিজ্ঞপ্তি
×