ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিনেতা আবদুল মতিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:০৯, ১ সেপ্টেম্বর ২০১৬

অভিনেতা আবদুল মতিনের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্র্টার ॥ মঞ্চ, বেতার, টিভি ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আব্দুল মতিনের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার ওয়ারীর ২০এ/বি নারিন্দা রোডের তার নিজ বাসভবনে দিনব্যাপী কোরান খতম এবং বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার সহকর্মী, সহশিল্পী ও শুভাকাক্সিক্ষদের মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।অভিনেতা আবদুল মতিনের জন্ম ১৭ জুলাই ১৯২১ সালে। বাবা আবদুর রহমান আর মা বিবি সমীরনের একমাত্র সন্তান তিনি। ১৯৩৫ সাল থেকে নাট্যাভিনয়ে সাধনা ও উন্নয়নে ঢাকার প্রথম মুসলিম অভিনয় শিল্পী। বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের জন্মলগ্ন থেকে অভিনয় করেছেন আবদুল মতিন। বেতারের জন্মলগ্ন থেকেই যুক্ত এবং এর উন্নতি বিধানে ঘোষক, নাট্য প্রযোজক, নাট্য লেখক ও সঙ্গীত রচয়িতা হিসেবে কাজ করেছেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনে বিক্ষুব্ধ শিল্পী সমাজের যুগ্ম মহাসচিব। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে অচল ঢাকা বেতারকে সচল করার প্রথম ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত হন। টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকারদের স্বার্থরক্ষণ উন্নয়নে টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদের (টেনাশিনাস) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সংগঠক ও সমিতির গঠনতন্ত্রের রচয়িতা। খান আতাউর রহমানের ‘নবাব সিরাজ-উদ-দৌলা’ চলচ্চিত্রে নবাবের ঘাতক মোহাম্মদী বেগ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আবদুল মতিন। অভিনেতা আবদুল মতিন মঞ্চ, বেতার ও টিভি নাটকের পাশাপাশি প্রায় দুই শ’ অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি বাংলাদেশের বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ এবং খাঁন আতাউর রহমানের ‘নবাব সিরাজ-উদ- দৌলা’।
×