ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় পর্যায়ে মূল্যবোধের নাট্যোৎসব শুরু আজ

প্রকাশিত: ০৪:০৭, ১ সেপ্টেম্বর ২০১৬

জাতীয় পর্যায়ে মূল্যবোধের নাট্যোৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ বাঙালির সাম্প্রতিক সঙ্কট, মূল্যবোধের সঙ্কট। দীর্ঘ সময়েরর সামরিক শাসন, দেশপ্রেমহীন পুঁজিপতি শ্রেণী তৈরি করেছে। যারা জাতির মূল্যবোধ বিনষ্টিতে ভূমিকা রেখেছে। ক্রমেই মূল্যবোধের উল্টো পথে গমনের কারণে অন্ধকারের দিকে আমরা চলছি। এর থেকে উত্তরণের পথ সন্ধান জরুরী। এটা অনস্বীকার্য সাহিত্য মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। সাহিত্য সেই নির্দিষ্ট সমাজ ও মানুষের ভাবনাকেই চিত্রিত করে। সাহিত্যের মাধ্যমে কোন একটি সমাজ দর্পণে আপন আনন দেখতে পায়। যা তাকে প্রণোদিত করে উত্তরণের জন্য। শিল্পের শক্তি রুখবে অমানবিকতা, অবক্ষয় আর নানা সঙ্কট। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪ জেলা শিল্পকলা একাডেমির মূল্যবোধের নাটক প্রযোজনা সমন্বয়ে প্রথম ধাপে ২০ জেলার ২০টি নাটক নিয়ে আজ ১-৭ সেপ্টেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে জাতীয় পর্যায়ে ‘মূল্যবোধের নাট্যোৎসব ২০১৬।’ এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাট্যোৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, আইটিআই বিশ্ব কেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে শামীম সাগরের নির্দেশনায় কুষ্টিয়া জেলার নাটক ‘নটনন্দন’ এবং শাহীনুর রহমানের নির্দেশনায় জামালপুর জেলার নাটক ‘সপ্তর্ষী’। ২ সেপেটম্বর সন্ধ্যা ৬টায় তারেকুজ্জামান তারেকের নির্দেশনায় দিনাজপুর জেলার নাটক ‘উপলব্ধি’ সন্ধ্যা ৭টায় শরীফ চৌধুরীর নির্দেশনায় চাঁদপুর জেলার নাটক ‘প্রিয় দর্শন’ এবং রাত ৮টায় বাকার বকুলের নির্দেশনায় ঢাকা জেলার নাটক ‘মুল্লুক’ মঞ্চস্থ হবে।
×