ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ থেকে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৪:০৬, ১ সেপ্টেম্বর ২০১৬

আজ থেকে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে নতুন টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ৮টি শাখার মাধ্যমে ১০, ২০ ও ৫০ টাকার একটি করে প্যাকেট নিতে পারবেন একজন গ্রাহক। এই শাখাগুলো হলো- ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানম-ি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গনি রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা। অন্য ৬টি শাখার মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে। ফরিদপুর ব্যাংকার্স ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের পেশাজীবী সংগঠন ‘ফরিদপুর ব্যাংকার্স ক্লাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম মোঃ আজাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মিসবাহ্ উল আলম। সভায় সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক ওয়াজেদ আলী, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক অর্জুন কুমার বসু, যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক হাসান আলী ও ডাচ্-বাংলা ব্যাংকের এভিপি সহিদুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
×