ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বীমা খাতের ৮৯ ভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৪:০২, ১ সেপ্টেম্বর ২০১৬

বীমা খাতের ৮৯ ভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আর এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতের কোম্পানির। শুধু তাই নয় দিনটিতে বীমা খাতে প্রায় ৮৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে বীমা খাতের ৪৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৪৬টি কোম্পানির লেনদেন হয়েছে। আর দর কমেছে ৪১টি কোম্পানির। অন্যদিকে ডিএসইতে দরবৃদ্ধির তালিকার ১০টিই রয়েছে বীমা খাতের কোম্পানি। বুধবার সবচেয়ে বেশি দর বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারে। কোম্পানিটির দর ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৪০ পয়সা দরে। কোম্পানিটি ১৮৫ বারে ১ লাখ ৪৭ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১ টাকা ১০ পয়সা ৯ দশমিক ৪৮ শতাংশ দর বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৭০ পয়সা দরে। কোম্পানিটি ১৬২ বারে ৩ লাখ ৭৭ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ দর বেড়েছে। এই তালিকায় থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬ দশিমক ৯২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৯৬ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭৪ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২৭ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪৮ শতাংশ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩২ শতাংশ দর বেড়েছে।
×