ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে মিশ্র প্রবণতা লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০২, ১ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে মিশ্র প্রবণতা লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজারে দিনটিতে শরীয়াহ সূচক বাদে বাকি দুটি সূচকই বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কিছুটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ঈদ-উল-আজহার আগের বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণেই বাজারে এই উত্থান-পতন চলছে। তবে উভয় বাজারেই দিনটিতে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে তলানিতে দর পড়ে থাকা বীমা কোম্পানিগুলোর দর বেড়েছে বেশি। সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর দরবৃদ্ধিতে এগিয়ে ছিল বেশি। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় ১০টিই সাধারণ বীমা কোম্পানির দর নাম ছিল। এর বিপরীতে গত কিছুদিন ধরে বাড়তে থাকা জেড ক্যাটাগরি বা জাঙ্ক শেয়ারগুলো দর হারিয়েছে বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪০৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২১ কোটি ৭৩ লাখ টাকা বা ২৩ শতাংশ কম লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৫৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : অলিম্পিক, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, ডেল্টা ব্র্যাক হাউজিং, আইপিডিসি, বিডি কম, বেক্সিমকো ফার্মা, মবিল যমুনা বিডি ও ইসলামী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : অগ্রণী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রিপাবলিক, গ্লোবাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শ্যামপুর সুগার, জুটস স্পিনার্স, ঝিল বাংলা সুগার, মেঘনা পেট, মডার্ন ডাইং, ফার কেমিক্যাল, রেনউইক যজ্ঞেশ্বর, সানলাইফ ইন্স্যুরেন্স, সিভিও পেট্রো কেমিক্যাল ও বিআইএফসি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, আইপিডিসি, ডরিন পাওয়ার, ফার কেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ও স্কয়ার ফার্মা।
×