ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণ

প্রকাশিত: ২৩:০২, ৩১ আগস্ট ২০১৬

ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ফুলছড়ি উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকির হাট এলাকায় কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উদাখালী, গজারিয়া ও উড়িয়া ইউনিয়নের ৪’শ ৮০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এক বিঘা করে জমিতে রোপনের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি চারা বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। পরে একই স্থানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২’শ পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
×