ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু পুত্রকে হত্যার দায়ে নাটোরে পিতা ও সৎ মায়ের ফাঁসি

প্রকাশিত: ২২:১৯, ৩১ আগস্ট ২০১৬

শিশু পুত্রকে হত্যার দায়ে নাটোরে পিতা ও সৎ মায়ের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ৮ বছরের শিশু পুত্রকে হত্যার দায়ে নাটোরে বাবা ইমদাদুল হক মিলন ও সৎ মা নাহিদাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ প্রদান করেন। আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামে পারিবারিক কারনে ইমদাদুল হক মিলন তার প্রথম স্ত্রী কুলসুম বেগমকে তালাক দিয়ে শিশুপূত্র ইয়াসির আরাফাত ইমনকে নিয়ে দ্বিতীয় স্ত্রী নাহিদার সাথে বসবাস করতো। গত বছরের ২৭ আগস্ট সৎ মা নাহিদা ইমনকে স্বাস রোধ করে হত্যা করে। পরে বাবা ও সৎ মা মিলে পুত্রের লাশ গোপনের চেষ্টা করে। এ ঘটনায় ইমনের নিজ মা কুলসুম বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার স্বাক্ষ্য প্রমান শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম শিশু ইমনের বাবা এবং সৎ মাকে ফাঁসির আদেশ দেন। মামলার রায়ের সময় ইমনের বাবা উপস্থিত থাকলেও পলাতক রয়েছে সৎ মা।
×