ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়ছে চামড়াজাত পণের রফতানি

প্রকাশিত: ২১:০২, ৩১ আগস্ট ২০১৬

বাড়ছে চামড়াজাত পণের রফতানি

অর্থনৈতিক রিপোর্টার॥ ভালো মান ও সাশ্রয়ী মূল্য হওয়ায় ক্রমেই বাড়ছে বাংলাদেশি চামড়াজাত পণ্যের রপ্তানি। তবে ইউরোর দরপতন ও বিশ্ববাজারে কাঁচা চামড়ার দাম কমে যাওয়ায় মন্দাভাব চামড়া রপ্তানিতে। এ অবস্থায় সরকারি আর্থিক প্রণোদনা চাইছেন ট্যানারি মালিকরা। রপ্তানিকারকদের প্রত্যাশা, ট্যানারিগুলো কমপ্লায়েন্স হলে রপ্তানি বাড়বে কয়েক গুণ। তৈরি পোশাকের পর রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে চামড়া ও চামড়াজাত পণ্য। এক সময় বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়া বেশি রপ্তানি হলেও ইউরোপের অর্থনৈতিক মন্দা, বাংলাদেশি চামড়ার বড় বাজার চীনসহ কয়েকটি দেশে চাহিদা কমে যাওয়ায় সংকটে পড়েছে এই শিল্প। এ অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে প্রণোদনা ও কারখানাগুলোর আধুনিকায়নে স্বল্প সুদে ঋণ চান ট্যানারি মালিকরা। তবে জুতা, ব্যাগ ও কর্পোরেট গিফট আইটেমসহ চামড়াজাত পণ্য রপ্তানি দ্রুত বাড়ছে। এক্ষেত্রে ট্যানারি ও কারখানাগুলো ‘কমপ্লায়েন্স’ না হলে পণ্য রপ্তানি হুমকির মুখে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। রপ্তানি বাড়াতে, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় এবং ক্রেতা দেশগুলোতে সরকারিভাবে প্রচারণার পদক্ষেপ চান উদ্যোক্তারা। ২০২১ সালে চামড়া শিল্পে ৫০০ কোটি ডলারের রপ্তানির লক্ষ্য ছুঁতে চায় বাংলাদেশ। সংশ্লিষ্টরা মনে করেন চামড়াজাত পণ্যের নিজস্ব ডিজাইন তৈরি করতে পারলে এ স্বপ্ন পূরণ কঠিন হবে না।
×